চোখের নিমেষে উধাও ৩.৫ কোটি টাকার বাতিল নোট!

টান টান চিত্রনাট্য নাগাল্যান্ড এয়ারপোর্টে। বান্ডিল বান্ডিল বাতিল টাকা। গুনে গুনে ৩.৫ কোটি। নাগাল্যান্ড এয়ারপোর্ট চত্বর থেকে উদ্ধার হল এই বিশাল পরিমাণ টাকা। আবার চোখের নিমেষে সেই টাকা উধাও-ও হয়ে গেল।

Updated By: Nov 23, 2016, 01:27 PM IST
চোখের নিমেষে উধাও ৩.৫ কোটি টাকার বাতিল নোট!

ওয়েব ডেস্ক : টান টান চিত্রনাট্য নাগাল্যান্ড এয়ারপোর্টে। বান্ডিল বান্ডিল বাতিল টাকা। গুনে গুনে ৩.৫ কোটি। নাগাল্যান্ড এয়ারপোর্ট চত্বর থেকে উদ্ধার হল এই বিশাল পরিমাণ টাকা। আবার চোখের নিমেষে সেই টাকা উধাও-ও হয়ে গেল।

বিহারের বাসিন্দা এক ব্যবসায়ী নিজের চাটার্ড প্লেনে গতকাল হিসার থেকে নাগাল্যান্ডে পৌঁছান। অভিযোগ, তাঁর কাছেই ছিল বাতিল নোটে এই বিশাল পরিমাণ টাকা। সঙ্গে সঙ্গেই সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। কিন্তু অদ্ভুতভাবেই দু'ঘণ্টা পর প্লেনটি যখন দিল্লির জন্য উড়ে যায়, তখন সেই টাকা উধাও। গোটা ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় আয়কর দফতর। জানা গেছে, বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম এ সিং। কানাঘুষো, শোনা যাচ্ছে দিল্লি থেকেই কোনও 'বড় মাথা' এই বিশাল পরিমাণ টাকা জনৈক নাগা ব্যবসায়ীর জন্য পাঠিয়েছিলেন। আরও পড়ুন, ৯১.৫ লাখ টাকা উদ্ধার মন্ত্রীর গাড়ির ভেতর থেকে!

.