ম্যাপে এই ভুল করলেই শাস্তি ৭ বছরের জেল, জরিমানা ১ কোটি টাকা

সাবধান! মানচিত্রে একটু ভুল হলেই হবে ৭ বছরের জেল অথবা ১ কোটি টাকার জরিমানা।  কিন্তু কী এমন ভুল যা করলে এমন শাস্তি হবে?

Updated By: May 5, 2016, 04:21 PM IST
ম্যাপে এই ভুল করলেই শাস্তি ৭ বছরের জেল, জরিমানা ১ কোটি টাকা

ওয়েব ডেস্ক: সাবধান! মানচিত্রে একটু ভুল হলেই হবে ৭ বছরের জেল অথবা ১ কোটি টাকার জরিমানা।  কিন্তু কী এমন ভুল যা করলে এমন শাস্তি হবে?

এবার থেকে ভারতের ম্যাপ কোথাও প্রকাশ করার আগে সাবধান। ম্যাপে যদি দেখান হয় পাক অধিকৃত কাশ্মীর। কিংবা মানচিত্রে অরুণাচল প্রদেশ না থাকে তবে শাস্তি অবধারিত। ৭ বছরের জেল অথবা ১ কোটি টাকার জরিমানা। সম্প্রতি এক আইনের খসড়া প্রস্তাব করেছে মোদী সরকার, যেখানে বলা হয়েছে যে কোনও মানুষ বা সংস্থা যদি ভারতের কোনও  অংশের ভূসংস্থানিক ছবি, তথ্য প্রকাশ করতে চায় স্পেস বা উড়ন্ত কোনও যান থেকে, তবে আগে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। পেতে হবে লাইসেন্স। ইকোনমিক টাইমসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওপরে উল্লেখ্য নিয়ম ভাঙলে হবে ৭ বছরের জেল বা ১ কোটি টাকার জরিমানা।

Geospatial Information Regulation Bill আনার মূল কারণ হল ভরতের ভূসংস্থানিক কোনও তথ্য যাতে বাইরে না যেতে পারে। এই বিল পাশ হলে গুগল ম্যাপ বা গুগল আর্থ চালানোর জন্য গুগলকেও নিতে হবে লাইসেন্স। বিল পাশের পর এ বিষয়ে নজরদারি করার জন্য তৈরি হবে Security Vetting Authority।

.