সুপ্রিম নির্দেশে 'আঁধারে' আধারকার্ড

জনকল্যাণমূলক কাজে আধার বাধ্যতামূলক করা যাবে না, আজই জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। অর্থাত্‍ জনকল্যানমূলক প্রকল্পে ভর্তুকি, পরিষেবা এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আধার কার্ডের অত্যাবশ্যকীয়তা বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত।

Updated By: Mar 27, 2017, 11:58 AM IST
সুপ্রিম নির্দেশে 'আঁধারে' আধারকার্ড

ওয়েব ডেস্ক: জনকল্যাণমূলক কাজে আধার বাধ্যতামূলক করা যাবে না, আজই জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। অর্থাত্‍ জনকল্যানমূলক প্রকল্পে ভর্তুকি, পরিষেবা এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আধার কার্ডের অত্যাবশ্যকীয়তা বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত।

এর পাশাপাশি আদালত এও উল্লেখ করেছে যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজের ক্ষেত্রে সরকার চাইল আধারকে আবশ্যিক রাখতে পারে। উল্লেখ্য, এর আগে বারংবার সরকারের মুখে শোনা গিয়েছিল যে, যেকোনও রকম পরিষেবা ও ভর্তুকি পেতে হলে আধার কার্ডের আবশ্যকতার বিষয়টি। কিন্তু, সম্প্রতি মিড ডে মিল, বয়স্ক নাগরিকদের রেলের টিকিটে ছাড় পাওয়া ইত্যাদি ক্ষেত্রে প্রথমে আধার বাধ্যতামূলক করার পরও বিরোধীদের প্রতিবাদের মুখে পিছু হঠে কেন্দ্রীয় সরকার। আর আজ আদালতের রায়ের ফলে অনেকটাই 'আঁধারে চলে গেল' আধার কার্ড, বলছে ওয়াকিবহাল মহল।

.