গোমাংস বিক্রির সন্দেহে অসমের এক ব্যক্তিকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল

সওকত বাংলাদেশি কিনা? বা তাঁর নাগরিকপঞ্জিতে নাম রয়েছে কিনা? ভিডিয়োতে এমন প্রশ্ন সওকতের উদ্দেশে শোনা যায়

Updated By: Apr 9, 2019, 04:06 PM IST
গোমাংস বিক্রির সন্দেহে অসমের এক ব্যক্তিকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: গরুর মাংস বিক্রির করার অভিযোগে এক ব্যক্তিকে হেনস্থা করার অভিযোগ উঠল অসমে। ঘটনাটি ঘটেছে রবিবার অসমের বিশ্বনাথ জেলায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ৬৮ বছর বয়সী সওকত আলী নামে ওই পৌঢ় বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে। গোমাংস বিক্রি সন্দেহে তাঁকে পেটানো হয়। অপরীক্ষিত একটি ভিডিয়ো শওকতকে প্রাণ ভিক্ষা করতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, সরকারি হাসপাতালে সওকত এখন চিকিত্সাধীন। পুলিস সূত্রে খবর, পৃথকভাবে দুটি এফআইআর করা হয়েছে। তার মধ্যে একটি এফআইআর করেন সওকতের ভাই। ভিডিয়ো দেখে ইতিমধ্যে তদন্তে নেমেছে অসম পুলিস।

সওকত বাংলাদেশি কিনা? বা তাঁর নাগরিকপঞ্জিতে নাম রয়েছে কিনা? ভিডিয়োতে এমন প্রশ্ন সওকতের উদ্দেশে শোনা যায়। যদিও, জি় ২৪ ঘণ্টা ডট কমের পক্ষে ওই ভিডিয়োর সত্যতা যাচাই করার সম্ভব হয়নি। উল্লেখ্য বিজেপি শাসিত অসমে গত বছর নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়। সেই তালিকায় বাদ পড়েন প্রায় ৪০ লক্ষ নাগরিক। এর পরই এনআরসি নিয়ে উত্তাল হয় অসম-সহ উত্তর-পূর্ব রাজ্যগুলিতে।

আরও পড়ুন- বিজেপির ইস্তেহারকে ‘বিচ্ছিন্ন ব্যক্তির কণ্ঠস্বর’ বলে কটাক্ষ করলেন রাহুল গান্ধী

সোমবার প্রকাশিত বিজেপির ইস্তেহারেও এনআরসি বলবত্ করার পক্ষে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে। অনুপ্রবেশ বন্ধে কড়া হাতে পদক্ষেপ করা হবে বলে জানায় বিজেপি। উল্লেখ্য, বৃহস্পতিবার অসমের ৫টি কেন্দ্রে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হচ্ছে। এ দিন ভোট গ্রহণ হবে তেজপুর কেন্দ্রের বিশ্বনাথ জেলার-ও।

.