৪২ বছরের যুদ্ধ শেষে আইনের চোখে সত্যি মৃত্যু হল অরুণা শানবাগের

Updated By: May 18, 2015, 01:58 PM IST
 ৪২ বছরের যুদ্ধ শেষে আইনের চোখে সত্যি মৃত্যু হল অরুণা শানবাগের

ওয়েব ডেস্ক: শেষ পর্যন্ত মারাই গেলেন অরুণা শানবাগ। ১৯৭৩ সালে মুম্বইয়ের সরকারি হাসপাতালে এক কর্মচারীর হাতে ধর্ষিত হয়ে ছিলেন পেশায় নার্স অরুণা। অকথ্য যৌন অত্যাচারের জেরে কোমায় চলে যান তিনি। টানা ৪২ বছর চলৎশক্তিহীন হয়ে ছিলেন। যে হাসপাতালে চাকরি করতেন অরুণা, সেই কেইএম হাসপাতালেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

গত সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হন ৬৬ বছরের অরুণা। এত দিন ভেন্টিলেশনে ছিলেন তিনি। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়।

গত বছর, ইন্টেনশিভ কেয়ার ইউনিটে এক সপ্তাহ থাকার আবার অরুণাকে মিউনিশিপ্যাল কর্পোরেশনের কেইএম হাসপাতালের জেনেরাল বেডে ফিরিয়ে আনা হয়।

কয়েক বছর আগে সুপ্রিম কোর্টে অরুণার হয়ে স্বেচ্ছামৃত্যু বা ইউথেনেশিয়ার আবেদন জানান প্রাক্তন সাংবাদিক পিঙ্কি বিরানি। কেইএম হাসপাতালের ম্যানেজমেন্ট স্টাফ ও নার্সরা এই আবেদনের বিরোধিতা করেন। সুপ্রিমকোর্টে ২০১১ সালে মার্চ মাসে শীর্ষ আদালত এই পিটিশন খারিজ করে দেয়।

১৯৯৮ সালে অরুণাকে নিয়ে 'অরুনাস স্টোরি' নামে একটি নন ফিকশন বই লেখেন।

অরুণার মৃত্যু সংবাদ পেয়ে পিঙ্কি মন্তব্য করেছেন ''১৯৭৩ সালেই আসলে মারা গিয়ে ছিলেন অরুণা। আজ হয়ত তাঁর আইনি মৃত্যু হল। অরুণার মৃত্যু হয়ত এ দেশকে ইউথেনেশিয়া নিয়ে আরও একবার ভাবাবে।''

.