কিংফিশারে স্বস্তি, এয়ার ইন্ডিয়ায় অচলাবস্থা অব্যাহত

ধর্মঘট প্রত্যাহার করে নিলেন কিংফিশারের পাইলটরা। বকেয়া বেতন-সহ অন্যান্য কয়েকটি দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে বিমান না চালানোর ঘোষণা করেছিলেন বিজয় মালিয়ার উড়ান কোম্পানির পাইলটরা।

Updated By: May 11, 2012, 09:53 AM IST

ধর্মঘট প্রত্যাহার করে নিলেন কিংফিশারের পাইলটরা। বকেয়া বেতন-সহ অন্যান্য কয়েকটি দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে বিমান না চালানোর ঘোষণা করেছিলেন বিজয় মালিয়ার উড়ান কোম্পানির পাইলটরা। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলটদের ধর্মঘটের চতুর্থ দিনে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিং সমস্যা সমাধানের ব্যাপারে আশাপ্রকাশ করেন। যাত্রীদের দূরাবস্থা এবং এয়ার ইন্ডিয়ার বেহাল আর্থিক দশার দিকে ধর্মঘটী পাইলটদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, অবিলম্বে উড়ান পরিষেবা স্বাভাবিক করতে না পারলে ভবিষ্যতে অনেক বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এয়ার ইন্ডিয়ার পাইলট-সমস্যার সমাধানের লক্ষ্যে এদিন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে এদিন পৃথকভাবে বৈঠক করেছেন অজিত সিং। পরে মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি জানান, পাইলট ধর্মঘটের মোকাবিলায় 'অত্যাবশকীয় পরিষেবা আইন'(এসমা) জারির রাস্তায় হাঁটবে না কেন্দ্রীয় সরকার।
তবে মন্ত্রীর আবেদন সত্ত্বেও পাইলটদের ধর্মঘটে এয়ার ইন্ডিয়ার সঙ্কট এখনও অব্যাহত। আজ ধর্মঘটের চতুর্থ দিন সকালে বাতিল হয়েছে ৮টি উড়ান। অধিকাংশ আন্তর্জাতিক উড়ানের বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত কানাডা, আমেরিকা এবং ইউরোপমুখী সমস্ত উড়ানের বুকিং বন্ধ রাখার কথাও ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ১১০ জন এগজিকিউটিভ পাইলটকে দিয়ে পরিষেবা যতটা সম্ভব চালু রাখার চেষ্টা করা হচ্ছে। পাইলটদের ধর্মঘটকে ইতিমধ্যেই বেআইনি ঘোষণা করেছে দিল্লি আদালত। তা সত্ত্বেও কাজে যোগ না দেওয়ায় ধর্মঘটী পাইলটদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পাশাপাশি, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বরখাস্ত করা হয়েছে মোট ৪৬জন পাইলটকে। যদিও এদিন শীর্ষ আদালত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের দায়ের করা আদালত অবমাননার অভিযোগের শুনানি গ্রহণ করেনি।
অন্যদিকে বকেয়া বেতন-সহ অন্যান্য কয়েকটি দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে ধর্মঘটে গিয়েছেন বেসরকারি বিমান পরিবহণ সংস্থা কিংফিশার এয়ারলাইন্সের দিল্লির পাইলটরা। তবে সরাসরি ধর্মঘটের কথা ঘোষণা না করে, অসুস্থতার কারণ দেখিয়ে গণছুটি নিয়েছেন তাঁরা। পাইলটদের ধর্মঘটের জেরে আজ বাতিল হয়েছে কিংফিশারের ১২টি উড়ান। প্রায় ৪ মাস ধরে বেতন না পাওয়া পাইলটরা গতকাল থেকে অসুস্থতার কারণ দেখিয়ে কাজে যোগ দেননি। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ তাঁদের চলতি মাসের ৯ তারিখের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কথা না রাখায় বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নেমেছেন। তবে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিং এদিন কিংফিশার এয়ারলায়েন্সের পাইলট ধর্মঘটকে এই বেসরকারি উড়ান সংস্থার 'অভ্যন্তরীণ সমস্যা' বলে বর্ণনা করেছেন।

অন্যদিকে বকেয়া বেতন-সহ অন্যান্য কয়েকটি দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে ধর্মঘটে গিয়েছেন বেসরকারি বিমান পরিবহণ সংস্থা কিংফিশার এয়ারলাইন্সের দিল্লির পাইলটরা। তবে সরাসরি ধর্মঘটের কথা ঘোষণা না করে, অসুস্থতার কারণ দেখিয়ে গণছুটি নিয়েছেন তাঁরা। পাইলটদের ধর্মঘটের জেরে আজ বাতিল হয়েছে কিংফিশারের ১২টি উড়ান। প্রায় ৪ মাস ধরে বেতন না পাওয়া পাইলটরা গতকাল থেকে অসুস্থতার কারণ দেখিয়ে কাজে যোগ দেননি। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ তাঁদের চলতি মাসের ৯ তারিখের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কথা না রাখায় বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নেমেছেন। তবে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিং এদিন কিংফিশার এয়ারলায়েন্সের পাইলট ধর্মঘটকে এই বেসরকারি উড়ান সংস্থার 'অভ্যন্তরীণ সমস্যা' বলে বর্ণনা করেছেন।

.