সাইকেলের মালিকানা দাবি করে এবার রাজধানীতে অখিলেশের দূত রামগোপাল

বাবার পর এবার ছেলে। সাইকেলের দাবিতে দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ সমাজবাদী নেতা রামগোপাল যাদব। অখিলেশ গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে কমিশনের কাছে সাইকেল প্রতীকের দাবি জানালেন তিনি। গতকাল একইদাবিতে কমিশনে দরবার করেন মুলায়ম সিং যাদব। জানান, সাইকেল প্রতীক তাঁর কাছে নিজের সাক্ষর। তাই, তাঁদের কাছেই থাকুক সাইকেল।

Updated By: Jan 3, 2017, 02:08 PM IST
সাইকেলের মালিকানা দাবি করে এবার রাজধানীতে অখিলেশের দূত রামগোপাল

ওয়েব ডেস্ক: বাবার পর এবার ছেলে। সাইকেলের দাবিতে দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ সমাজবাদী নেতা রামগোপাল যাদব। অখিলেশ গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে কমিশনের কাছে সাইকেল প্রতীকের দাবি জানালেন তিনি। গতকাল একইদাবিতে কমিশনে দরবার করেন মুলায়ম সিং যাদব। জানান, সাইকেল প্রতীক তাঁর কাছে নিজের সাক্ষর। তাই, তাঁদের কাছেই থাকুক সাইকেল।

আরও পড়ুন- সাইকেলের মালিকানা নিয়ে পিতা-পুত্রের আকচাআকচি

অখিলেশ গোষ্ঠীর পাল্টা দাবি, এই মুহুর্তে দলের সর্বভারতীয় সভাপতি অখিলেশ। তাই, সমাজবাদী প্রতীক সাইকেলের আসল দাবিদার তাঁরাই। সবমিলিয়ে দুই গোষ্ঠীর টানাটানি ডিসব্যালান্সড সাইকেল। অন্যদিকে, আজই দিল্লি থেকে লক্ষ্ণৌ ফিরে গেছেন মুলায়ম সিং যাদব। উল্লেখ্য, প্রাক্তন নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি নিজের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন যে, উভয়পক্ষই দাবি জানালে সেক্ষেত্রে প্রাথমিকভাবে 'ফ্রিজ' করে দেওয়া হতে পারে সাইকেল প্রতীকটা এবং উভয়কেই 'অ্যাড হক' প্রতীক দেওয়া হতে পারে।

আরও পড়ুন- মুম্বাই আন্ডার ওয়ার্ল্ডের পরিভাষায় ক্যাটরিনা, প্রিয়াঙ্কা, আলিয়া

.