নোট বাতিলের পর আজ সপ্তম দিন
নোট বাতিলের পর আজ সপ্তম দিন। হ্যাঁ, দেখতে দেখতে হয়ে গেল ৫০০ টাকা এবং হাজার টাকার নোট অচল হওয়ার এক সপ্তাহ। গত শনি এবং রবিবার ছুটি থাকা সত্বেও খোলা ছিল ব্য়াঙ্কগুলি। কিন্তু গতকাল ছুটি ছিল রাজ্যের সমস্ত ব্যাঙ্কে। গুরু নানকের জন্মদিন উপলক্ষে।
ওয়েব ডেস্ক: নোট বাতিলের পর আজ সপ্তম দিন। হ্যাঁ, দেখতে দেখতে হয়ে গেল ৫০০ টাকা এবং হাজার টাকার নোট অচল হওয়ার এক সপ্তাহ। গত শনি এবং রবিবার ছুটি থাকা সত্বেও খোলা ছিল ব্য়াঙ্কগুলি। কিন্তু গতকাল ছুটি ছিল রাজ্যের সমস্ত ব্যাঙ্কে। গুরু নানকের জন্মদিন উপলক্ষে।
আরও পড়ুন কোন টাকা তৈরি করতে কত টাকা খরচ হয় জানুন
অবশ্য, আজ খোলা থাকবে সব ব্যাঙ্ক। ATM থেকে দুহাজারের পরিবর্তে তোলা যাবে আড়াই হাজার টাকা। ব্যাঙ্কে দশহাজারের পরিবর্তে তোলা যাবে সাড়ে দশহাজার টাকা। সকাল থেকেই RBI এর সামনে পড়েছে লম্বা লাইন। মোদীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে কিশোরীকে ধর্ষণ