সংস্থা বাঁচাতে নয়া উদ্যোগ, এয়ার ইন্ডিয়ার ৫১ শতাংশ শেয়ার কিনতে চান কর্মীরা

এয়ার ইন্ডিয়ার কর্মীদের একটি বড় অংশ নিলামে অংশ নেওয়ার বিরুদ্ধে

Updated By: Dec 14, 2020, 10:17 PM IST
সংস্থা বাঁচাতে নয়া উদ্যোগ, এয়ার ইন্ডিয়ার ৫১ শতাংশ শেয়ার কিনতে চান কর্মীরা

নিজস্ব প্রতিবেদন: এয়ার ইন্ডিয়াকে বাঁচতে এগিয়ে এলেন কর্মীরা। সংস্থায় ২০৯ কর্মীর একটি গোষ্ঠী এয়ার ইন্ডিয়ায় ৫১ শতাংশ শেয়ার কিনতে চেয়ে ইচ্ছে প্রকাশ করলেন।

আরও পড়ুন-আসানসোলের মানুষের জন্য দরকারে চেয়ার ছাড়তে রাজি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জিতেন্দ্রর 

এদিকে নিয়ম অনুযায়ী এয়ার ইন্ডিয়ার কর্মীরা সংস্থাটির নিলামে অংশ নিতে পারবেন না। তবে তাঁরা কোনও ব্য়াঙ্ক বা কোনও আর্থিক সংস্থায় সঙ্গে যৌথভাবে নিলামে অংশ নিতে পারেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার যেসব কর্মী নিলামে অংশ নিতে চান তাঁদের ১ লাখ টাকা দিতে বলা হতে পারে। এভাবেই তাঁর জোগাড় করবেন নিলামের ৫১ শতাংশ তহবিল। বাকীটা দেবে কোনও আর্থিক সংস্থা।

নিলামের বিষয়টি বর্তমানে দেখছেন সংস্থার কমার্শিয়াল ডিরেক্টর মীনাক্ষী মল্লিক। সংবাদসংস্থাকে তিনি বলেন, নিলামে যেতে গেলে প্রতিটি কর্মীকে ১ লাখ টাকা দিতে হবে। আমরা এমন এক পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে কোনও কর্মীকেই ঝুঁকির মধ্যে না পড়তে হয়।

আরও পড়ুন-অচিরেই কলকাতা থেকে সরাসরি দিল্লিগামী বিমান  সপ্তাহে প্রত্যেকদিনই!

এদিকে, এয়ার ইন্ডিয়ার কর্মীদের একটি বড় অংশ নিলামে অংশ নেওয়ার বিরুদ্ধে। বিশেষ করে পাইলট ও কেবিন ক্রু সংগঠন। তাদের দাবি, যে ভাবে কর্মীদের বেতন ছাঁটা হয়েছে সেই সমস্যার সমাধান এখনও হয়নি। তার পরে এভাবে নিলামে যাওয়া উচিত নয়।

.