কিষাণ সভার ডাকে বিধানসভা ঘেরাও অভিযান, আজাদ ময়দানে জনসমুদ্র
কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, শিবসেনা ও আম আদমি পার্টি। ফলে বেশ চাপে মহারাষ্ট্রের বিজেপি সরকার
নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের আজাদ ময়দান এখন জনসমুদ্র। সিপিএমের ডাকে মহারাষ্ট্রের হাজার হাজার কৃষক এসে জড়ো হয়েছেন বাণিজ্য নগরীতে। কৃষকদের ঋণ মকুব, ফসলের ন্যায্য দাম সহ একাধিক দাবিতে আজ মহারাষ্ট্র বিধানসভা অভিযান করবেন কৃষকরা।
JJ flyover, 05:00 AM. #KisanLongMarch pic.twitter.com/9S1hNlwD91
— AIKS (@KisanSabha) March 12, 2018
নাসিক থেকে পদযাত্রা করে রবিবারই মুম্বইয়ের কে জি সোমাইয়া ময়দানে চলে এসেছিলেন অল ইন্ডিয়া কিষাণ সভার ৩০ হাজারেরও বেশি সদস্য। গত ৬ মার্চ থেকে তাঁরা পথ হাঁটছিলেন। রবিবা মধ্যরাত থেকে তাঁরা মিছিল করে এসেছেন আজাদ ময়দানে।
#KisanLongMarch marching over the Sion Flyover to Mumbai's Azad Maidan at 1:45am so that students appearing for 10th board exams in the morning are not inconvenienced!#FarmersMarchToMumbai #FarmerMarch pic.twitter.com/EqZaJnzddW
— CPI (M) (@cpimspeak) March 12, 2018
আরও পড়ুন-তামিলনাড়ুতে ট্রেকিংয়ে গিয়ে ভয়ঙ্কর দাবানলে জীবন্ত দগ্ধ ৯, উদ্ধারে নামল বায়ুসেনা
কৃষকদের দাবি, ফসলের দাম উৎপাদন মূলের দেড়গুণ করতে হবে। প্রাকৃতি বিপর্যয়ে কৃষকদের ক্ষতিপূরণের পরিমাণ একরপ্রতি কমপক্ষে ৪০ হাজার টাকা করতে হবে। আদিবাসীদের জঙ্গলের জমি থেকে উৎখাত করা যাবে না। আজ প্রতিবাদী কৃষকদের সঙ্গে দেখা করতে পারেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নোবিশ।
These protests are about lives and livelihood of farmers, which have a resonance and impact that goes beyond Maharashtra. When ₹ 2.4 lakh crore of corporate bank loans can be written off (April 2014 to September 2017), why is there no money to help the farmers? #KisanLongMarch pic.twitter.com/vHQvIeiN9N
— Sitaram Yechury (@SitaramYechury) March 12, 2018
এদিকে, কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, শিবসেনা ও আম আদমি পার্টি। ফলে বেশ চাপে মহারাষ্ট্রের বিজেপি সরকার।