মূর্তি ঢাকার নির্দেশই বহাল রাখল এলাহাবাদ হাইকোর্ট

উত্তরপ্রদেশ জুড়ে প্রকাশ্য স্থানে বহুজন সমাজ পার্টির নির্বাচনী প্রতীক হাতির মূর্তি ঢেকে দেওয়ার নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। নির্বাচন কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন স্থানীয় ব্যবসায়ী ধীরাজ সিং।

Updated By: Jan 24, 2012, 06:11 PM IST

উত্তরপ্রদেশ জুড়ে প্রকাশ্য স্থানে বহুজন সমাজ পার্টির নির্বাচনী প্রতীক হাতির মূর্তি ঢেকে দেওয়ার নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। নির্বাচন কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন স্থানীয় ব্যবসায়ী ধীরাজ সিং। ধীরাজ সিং-এর আইনজীবী অনীল বিষেণ জানান, তাঁর মক্কেল একজন ধর্মপ্রাণ হিন্দু ও ভগবান গণেশের ভক্ত। হাতি, ভগবান গণেশের প্রতীক। তাই হাতির মূর্তি ঢেকে দেওয়ার নির্বাচন কমিশনের নির্দেশে তাঁর মক্কেলের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। এই মর্মেই এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়। এর আগে ১৬ জানুয়ারি ওই জনস্বার্থ মামলার রায়দান স্থগিত রাখে বিচারপতি অমর সরন ও বিচারপতি রমেশ সিনহার ডিভিশন বেঞ্চ। সরকারি অর্থে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় নজিরবিহীন ভাবে নিজের মূর্তি ও বিএসপির নির্বাচনী প্রতীক হাতির মূর্তি তৈরি করিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতী। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আসন্ন। ভোটের আগে প্রকাশ্যে মূর্তিগুলির অবস্থান নির্বাচন বিধি লঙ্ঘন করছে বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় বিরোধীরা। সেই আবেদনে সাড়া দিয়েই গত ৭ জানুয়ারি মায়াবতী ও হাতির মূর্তিগুলি ঢেকে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

.