মহিলারা ঢুকলে শবরীমালা সেক্স ট্যুরিজমের আখড়া হবে, মন্তব্য মন্দির কর্তৃপক্ষের

Updated By: Oct 14, 2017, 06:38 PM IST
মহিলারা ঢুকলে শবরীমালা সেক্স ট্যুরিজমের আখড়া হবে, মন্তব্য মন্দির কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদন : শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার দিলে মন্দির চত্বর 'যৌন পর্যটন'-এর আখড়া হয়ে ‌যাবে। এমনই মন্তব্য করে প্রবল বিতর্কে ত্রিবাঙ্কুর দেবসোম বোর্ডের প্রধান গোপালকৃষ্ণন। ওই বোর্ডের আওতাতেই রয়েছে প্রাচীন শবরীমালা মন্দির।  

কেরলের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। এনিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট প‌র্যন্ত। ১০-৫০ বছর বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার নিয়ে হওয়া মমালাটি সাংবিধানিক বেঞ্চে পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। এরকম এক সময়ে ওই মন্তব্য করলেন গোপালকৃষ্ণন।

আরও পড়ুন-পাহাড় ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ দিলীপ ঘোষের

সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতি অনু‌যায়ী গোপালকৃষ্ণন বলেছেন, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশধিকার দিলে সেখনে অনৈতিক কাজকর্ম বাড়বে। শুধু তাই নয় মন্দির তাইল্যান্ডের মতো একটি সেক্স ট্যুরিজমের আখড়া হয়ে ‌যাবে। আদালত ‌যদি মন্দিরে মহিলাদের ঢুকতে দেওয়ার অধিকার দেয় তা হলে কোনও সম্মানীয় মহিলা সেখান আর ‌যাবেন না।

প্রসঙ্গত, শবরীমালা মন্দিরের দেখভাল করে ত্রিবাঙ্কুর দেবসোম বোর্ড। বহুদিন ধরেই রজস্বলা মহিলাদের ওই মন্দিরে ঢুকতে দেওয়ার বিরোধিতা করে আসছে মন্দির কর্তৃপক্ষ।

আরও পড়ুন-কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল, ইঙ্গিত খোদ সোনিয়ার

.