অমরনাথে জয়ধ্বনি নিষিদ্ধ নয়, ব্যাখ্যা আদালতের

অমরনাথে জয়ধ্বনি নিয়ে রায়ের ব্যাখ্যা দিল পরিবেশ আদালত। 

Updated By: Dec 14, 2017, 04:36 PM IST
অমরনাথে জয়ধ্বনি নিষিদ্ধ নয়, ব্যাখ্যা আদালতের

নিজস্ব প্রতিবেদন: অমরনাথ মন্দির চত্বরকে সাইলেন্স জোন বা শব্দ বর্জিত এলাকা ঘোষণা করা হয়নি। বিতর্কের মুখে বৃহস্পতিবার ব্যাখ্যা দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। বুধবার পরিবেশ আদালতের বিচারপতি স্বতন্ত্র কুমার জানান, শিবলিঙ্গের সামনে হট্টগোল বন্ধ করা হয়েছে। এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছিল বিভ্রান্তি। 

মামলাকারি গৌরী মৌলেখির কথায়, ''অমরনাথের পরিবেশ রক্ষার জন্যই আদালতের এই নির্দেশ। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে শিবলিঙ্গ গলে যেতে পারে। আগামী প্রজন্মের জন্য শিবলিঙ্গ সংরক্ষণ করাই আমাদের উদ্দেশ্য। এই রায় অত্যন্ত ইতিবাচক ও প্রগতিশীল।''     

আরও পড়ুন- মোদী জায়া যশোদাবেনকে প্রচারে নামাতে চেয়েছিল কংগ্রেস        

উল্লেখ্য, বুধবার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, অমরনাথ মন্দির চত্বরকে সাইলেন্স জোন ঘোষণা করেছে গ্রিন ট্রাইব্যুনাল। সেখানে মহাদেবের নামে জয়ধ্বনি দেওয়া যাবে না। এই নির্দেশকে 'তুঘলকি ফতোয়া' আখ্যা দেয় বিশ্ব হিন্দু পরিষদ। তারা জানায়, 'হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে' পরিবেশ আদালতের রায়। এবিষয়ে একাংশ টুইটারেও সমালোচনায় মুখর হয়েছে। এরপরই বুধবারের রায়ের ব্যাখ্যা সামনে এল।

.