'আম্মা'র শেষকৃত্যে নিজে না গেলেও দূত পাঠাচ্ছেন 'দিদি'
তামিলনাড়ুর সদ্য 'প্রাক্তন' মুখ্যমন্ত্রী জয়ললিতার শেষকৃত্যে উপস্থিত থাকতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠাচ্ছেন নিজের দলের দুই দূতকে। তামিলনাড়ুতে 'আম্মা'র শেষকৃত্যে উপস্থিত থাকবেন র্যাজ্যসভাএ সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং লোকসভার সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। ইচ্ছে থাকলেও বিমান পরিষেবা এবং সময়ের ভ্রূকুটিতে 'আম্মা'র শেষ মুহূর্তের সঙ্গী হতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেই সেই কথা টুইট করে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আরও পড়ুন- ক্রিকেটারের প্রেমে পড়ে টেস্ট ম্যাচ দেখতে যেতেন 'আম্মা', ক্রাশ ছিলেন শাম্মী কাপুর!
কলকাতা: তামিলনাড়ুর সদ্য 'প্রাক্তন' মুখ্যমন্ত্রী জয়ললিতার শেষকৃত্যে উপস্থিত থাকতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠাচ্ছেন নিজের দলের দুই দূতকে। তামিলনাড়ুতে 'আম্মা'র শেষকৃত্যে উপস্থিত থাকবেন র্যাজ্যসভাএ সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং লোকসভার সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। ইচ্ছে থাকলেও বিমান পরিষেবা এবং সময়ের ভ্রূকুটিতে 'আম্মা'র শেষ মুহূর্তের সঙ্গী হতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেই সেই কথা টুইট করে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আরও পড়ুন- ক্রিকেটারের প্রেমে পড়ে টেস্ট ম্যাচ দেখতে যেতেন 'আম্মা', ক্রাশ ছিলেন শাম্মী কাপুর!
Sending our 2 MPs, Derek and Kalyan from Delhi on my behalf. #RIP 3/3
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2016
As a mark of respect to late Jayalalitha Ji, our Assembly has been adjourned for today with a deep sense of grief and sorrow 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2016
Was very eager to be present but flight availability/timings from Kolkata not making it possible 2/3
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2016
வலுவான, தைரியமான, திறமையான, மக்களின நண்பராக, கவர்ந்திழுக்கும் தலைவர் தான்
அம்மா. (1/3)— Mamata Banerjee (@MamataOfficial) December 5, 2016