অনুব্রতর `উস্কানি` ভোটের পরেও হিংসার জোগান দিচ্ছে

তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উস্কানির জের। ফের বীরভূমে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুরারইয়ের খানপুরে আজ সকালে নির্দল প্রার্থী রহমাতুল্লাহর বাড়িতে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রার্থী গুরান শেখ এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

Updated By: Jul 23, 2013, 03:11 PM IST

তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উস্কানির জের। ফের বীরভূমে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুরারইয়ের খানপুরে আজ সকালে নির্দল প্রার্থী রহমাতুল্লাহর বাড়িতে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের প্রার্থী গুরান শেখ এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে।
অন্যদিকে বাকি জেলাগুলিতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। দুবরাজপুরের কুকুটিয়া গ্রামে বহু মানুষ ঘরছাড়া রয়েছেন। এঁদের মধ্যে বেশিরভাগই বাম কর্মী-সমর্থক। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মালদার রতুয়ায় সিপিআইএম প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আরও ১০-১২টি বাড়িতে ভাঙচুরও হয়। জখম হয়েছেন নজন। গ্রামে পুলিস ঢুকতে পারেনি। কংগ্রেস কর্মীরা গ্রাম ঘিরে রয়েছে বলে অভিযোগ।

.