মুখ্যমন্ত্রীদের পর এবার শিল্পপতিদের চিঠি দিয়ে সাহায্যের আর্তি Kejriwal-র

টাটা, বিড়লা, অম্বানি, হিন্দুজা ও মহেন্দ্র-সহ একাধিক শিল্পপতির কাছে গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর চিঠি। 

Updated By: Apr 26, 2021, 08:54 AM IST
মুখ্যমন্ত্রীদের পর এবার শিল্পপতিদের চিঠি দিয়ে সাহায্যের আর্তি Kejriwal-র

নিজস্ব প্রতিবেদন: 'যেভাবে পারবেন সাহায্য করুন।' অক্সিজেন ঘাটতি নিয়ে দিল্লি লড়াইয়ে পাশে দাঁড়ানোর জন্য এবার শিল্পপতিদের কাছে আবেদন করলেন অরবিন্দ কেজরিয়াল (Arvind Kejriwal)। 

টাটা, বিড়লা, অম্বানি, হিন্দুজা ও মহেন্দ্র-সহ একাধিক শিল্পপতির কাছে গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর চিঠি। তাঁদের কাছে মেডিক্যাল অক্সিজেন চেয়ে আবেদন করেছেন কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি লিখেছেন,''আপনাদের কাছে অক্সিজেন ও ট্যাঙ্কার থাকলে সাহায্য করুন।'' ২৪টি ক্রাইয়োজেনিক অক্সিজেন কন্টেনার আমদানি করার কথা ঘোষণা করেছে টাটারা। শনিবার একই কথা জানিয়েছে আইটিসি লিমিটেড।    

শনিবার দেশের মুখ্যমন্ত্রী সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর কথায়,''দিল্লির জন্য মুখ্যমন্ত্রীদের কাছে অক্সিজেন চেয়ে অনুরোধ পাঠিয়েছি। কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে। কিন্তু এখনও অক্সিজেন অপ্রতুল।''   

মার্চেই দিল্লিতে প্রতিদিনের কোভিড আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছিল ৫০০-র নীচে। সেখানে চলতি সপ্তাহে কোভিড আক্রান্ত ৩০ হাজার পেরিয়ে গিয়েছে।         

আরও পড়ুন- WB Assembly Election 2021: সপ্তম দফায় Covid বিধি মেনে ভোটদানের আর্জি Modi এর

.