প্রবল বর্ষণে বিপর্যস্ত অসমের বরাক উপত্যকা; বন্ধ রেল ও সড়ক যোগাযোগ
প্রবল বর্ষণের ফলে বন্যা ও ধসের বিপর্যস্ত অসমের বরাক উপত্যাকা। বন্ধ রেল যোগাযোগ থেকে সড়ক যোগাযোগ। চলছে উদ্ধারকাজ।
ওয়েব ডেস্ক : প্রবল বর্ষণের ফলে বন্যা ও ধসের বিপর্যস্ত অসমের বরাক উপত্যাকা। বন্ধ রেল যোগাযোগ থেকে সড়ক যোগাযোগ। চলছে উদ্ধারকাজ।
গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে অসমে। ফলে বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত বরাক উপত্যকার প্রায় ২৮টি গ্রাম। ক্ষতিগ্রস্ত ১৩ হাজার মানুষ। লক্ষীমপুর, জোরহাট, বিশ্বনাথ সহ একাধিক জেলায় জল ঢুকে পড়েছে। নিমাতিঘাট এলাকায় ব্রক্ষ্মপুত্র নদ বিপদসীমার ওপর দিয়ে বইছে। পরিস্থিতি সামাল দিতে নেমেছে NDRF-এর দল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় নেমেছে ধস। ফলে, শিলচর ও লামডিংয়ের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে রেল যোগাযোগ। সেই সঙ্গে শিলচর, জোরহাট সহ একাধিক এলাকায় রাস্তায় ধস।
আরও পড়ুন- শত্রুপক্ষের সঙ্গে এবার থেকে সম্মুখসমরে লড়াই করবেন ভারতীয় মহিলা সেনাকর্মীরা!