ত্রিপুরায় সরকার গড়ার পথে বিজেপি, উত্ফুল্ল গেরুয়া শিবির

উত্তর-পূর্বের ৩ রাজ্যে চলছে ভোটগণনা। 

Updated By: Mar 3, 2018, 10:53 AM IST
ত্রিপুরায় সরকার গড়ার পথে বিজেপি, উত্ফুল্ল গেরুয়া শিবির

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় ভোটগণনা যত এগোচ্ছে, তত জাঁকিয়ে বসছে গেরুয়া শিবির। বেলা বাড়তেই ৩৮টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। বামেরা এগিয়ে ২১টি আসনে। নিজের গড়েই পিছিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 

২৫ বছর ধরে ত্রিপুরার ক্ষমতায় সিপিএম। সেই ত্রিপুরাতেই এবার শাসক দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিল বিজেপি। সকাল থেকেই দোদল্যুমান আসন সংখ্যা। এখনও পর্যন্ত ত্রিপুরার ছবি স্পষ্ট হয়নি। ভোটগণনা চলছে। শূন্য থেকে উঠে এসে সিপিএমকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সহজ কথা নয়। সেই ত্রিপুরাতেই এবার সরকার গড়ার পথে গেরুয়া শিবির। ইতিমধ্যেই উত্ফুল্ল বিজেপি শিবির। শুরু গিয়েছে সেলিব্রেশনের প্রস্তুতি।

মেঘালয়ে ২২টি আসনে এগিয়ে কংগ্রেস। উত্তর-পূর্বে বিজেপির শরিক এনপিপি এগিয়ে ১৫টি আসনে। ৬টি আসন এগিয়ে বিজেপি। 

নাগাল্যান্ডে এনপিএফ ৩১টি আসনে এগিয়ে গেল। ২৫টি আসনে এগিয়ে বিজেপি জোট।   

 

.