'ব্যাঙ্ক ধর্মঘটের জেরে গ্রাহকদের লোকসান ২০,০০০ কোটি টাকা'

আটকে গিয়েছে চেক ভাঙানো, টাকা তোলা ও জমার মতো পরিষেবা। 

Updated By: May 30, 2018, 11:55 PM IST
'ব্যাঙ্ক ধর্মঘটের জেরে গ্রাহকদের লোকসান ২০,০০০ কোটি টাকা'

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের জেরে গ্রাহকদের প্রায় ২০,০০০ কোটি টাকার লোকসান হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করল বণিক সংগঠন অ্যাসোচাম। বুধবার ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘট প্রত্যাহারের আবেদন করল তারা। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির আর্থিক হাল ফেরাতে কেন্দ্রকে পদক্ষেপ করার আর্জিও জানিয়েছে অ্যাসোচাম। 

একটি বিবৃতিতে অ্যাসোচাম জানিয়েছে, অনাদায়ী ঋণের দায়ে জর্জরিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। ২০১৮ সালের মার্চে শেষ ত্রৈমাসিকে গিয়ে লোকসানের বহর দাঁড়াবে ৫০,০০০ কোটি টাকা। ২০১৭ সালের ডিসেম্বর ত্রৈমাসিকে তা ছিল ১৯ হাজার কোটি। অর্থাত্ দ্বিগুণেরও বেশি বেড়েছে লোকসান। অ্যাসোচামের সাধারণ সম্পাদক ডিএস রাওয়াতের কথায়,''রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির স্বাস্থ্য ফেরাতে আর্থিক ত্রাণ প্রকল্পের কথা বিবেচনা করতে পারে কেন্দ্র। ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মচারী ধর্মঘটে সামিল হয়েছেন। আটকে গিয়েছে চেক ভাঙানো, টাকা তোলা ও জমার মতো পরিষেবা। এর ফল ভুগতে হচ্ছে দেশকে।'' 

প্রস্তাবিত ১৫ শতাংশের পরিবর্তে ২ শতাংশ বেতনবৃদ্ধি হয়েছে। এর প্রতিবাদে ধর্মঘট ডেকেছে ৯টি ব্যাঙ্কের কর্মচারী সংগঠন ইউএফবিইউ। ধর্মঘটের জেরে থমকে গিয়েছে ব্যাঙ্কিং পরিষেবা। 

আরও পড়ুন- আরএসএসের আমন্ত্রণ গ্রহণ প্রণবের, মরিয়া কংগ্রেসের নয়া ফিকির? 

.