ATM কার্ড জালিয়াতি রুখতে অবশ্যই এগুলো করুন

দেশের নামজাদা ব্যাঙ্কগুলির ওয়েবসাইটে হ্যাকার হানা, তথ্য চুরি, ATM জালিয়াতি নিয়ে সারা দেশ এখন তোলপাড়। ঘুম উড়ে গেছে ব্যাঙ্কগুলির। গ্রাহকদের অ্যাকাউন্টের সুরক্ষা দিতে ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬ লাখ কার্ড ফিরিয়ে নিয়েছে। ICICI, HDFC, ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদেরকে তাদের ATM পিন বদলে দিতে বলেছে। কার্ড জালিয়াতি রুখতে প্রত্যেক ব্যাঙ্কের তরফেই গ্রাহকদের উদ্দেশে জারি করা হয়েছে বেশকিছু নির্দেশিকা,

Updated By: Oct 22, 2016, 02:09 PM IST
ATM কার্ড জালিয়াতি রুখতে অবশ্যই এগুলো করুন

ওয়েব ডেস্ক : দেশের নামজাদা ব্যাঙ্কগুলির ওয়েবসাইটে হ্যাকার হানা, তথ্য চুরি, ATM জালিয়াতি নিয়ে সারা দেশ এখন তোলপাড়। ঘুম উড়ে গেছে ব্যাঙ্কগুলির। গ্রাহকদের অ্যাকাউন্টের সুরক্ষা দিতে ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬ লাখ কার্ড ফিরিয়ে নিয়েছে। ICICI, HDFC, ইয়েস ব্যাঙ্ক গ্রাহকদেরকে তাদের ATM পিন বদলে দিতে বলেছে। কার্ড জালিয়াতি রুখতে প্রত্যেক ব্যাঙ্কের তরফেই গ্রাহকদের উদ্দেশে জারি করা হয়েছে বেশকিছু নির্দেশিকা,

১) আপনার অ্যাকাউন্টের সঙ্গে নিজের মোবাইল নাম্বারটি অবশ্যই লিঙ্ক করান। SMS ও মেল অ্যালার্টের ব্যবস্থা রাখুন। যাতে অ্যাকাউন্টে যেকোনও লেনদেন তত্ক্ষণাত্ আপনার নজরে আসে।

২) নিয়মিত ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করুন।

৩) নির্দিষ্ট সময় অন্তর অন্তর পিন বদলে ফেলুন।

৪) অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। সেটিকে সঠিক সময়ে আপডেট করুন।

৫) গার্ডহীন ATM থেকে টাকা তোলা বা যেকোনও লেনদেনের সময় সাবধান।

৬) একদিনে বড় লেনদেন এড়াতে নিজের ডেবিট কার্ডের একটি আপার লিমিট নির্দিষ্ট করুন।

৭) বিভিন্ন ব্যাঙ্কের ATM থেকে টাকান না তুলে নিজের ব্যাঙ্ক থেকেই টাকা তুলুন।

৮) ATM মেশিনে পিন টাইপ করুন খুন গোপনে। যতটা সম্ভব স্ক্রিন ও কিপ্যাড ঢেকে রাখুন নিজের শরীর ও হাত দিয়ে।

৯) ATM কার্ড ব্যবহারের জন্য কোনও অপরিচিতের সাহায্য নেবেন না।

১০) লেনদেন হয়ে গেলে অবশ্যই 'ক্যানসেল' বাটনটা প্রেস করতে ভুলবেন না। মনে করে নিজের কার্ডটি ও স্লিপটি নিন।

১১) যে কোনও জায়গায় আবার স্লিপটি ফেলবেন না। ফেলার আগে ভালো করে স্লিপটি ছিঁড়ুন।

১২) ATM কার্ড হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জানান।

১৩) ATM-এ টাকা তোলা বা জমা দেওয়ার আগে একবার অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করে নিন।

১৪) যদি ATM মেশিনে কার্ড আটকে যায় বা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল, কিন্তু টাকা বেরল না। সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে জানান।

১৫) কার্ডের পিন আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না। এমনকী কোনও বন্ধু বা পরিবারের লোকের সঙ্গেও না।

.