বারামুলায় হামলা সন্দেহভাজন পাক জঙ্গিদের, মৃত ১ বিএসএফ জওয়ান

উরির পর বারামুলা। ফের জঙ্গি হামলা কাশ্মীরে। এবার শহিদ হলেন এক BSF জওয়ান। গতকাল রাত সাড়ে দশটায় হামলা হয় জাঁবাজপুরার রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে। ঝিলম নদী পেরিয়ে জঙ্গিরা আসে বলে খবর। দুটি দলে ভাগ হয়ে হামলা চালায় তারা। প্রথমে একটি BSF চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। তাতে গুরুতর আহত হন দুই BSF জওয়ান। হাসপাতালে একজনের মৃত্যু হয়। নিহতের নাম কনস্টেবল নীতীন।

Updated By: Oct 3, 2016, 09:04 AM IST
বারামুলায় হামলা সন্দেহভাজন পাক জঙ্গিদের, মৃত ১ বিএসএফ জওয়ান
ছবি সৌজন্যে: ANI/Twitter

ওয়েব ডেস্ক: উরির পর বারামুলা। ফের জঙ্গি হামলা কাশ্মীরে। এবার শহিদ হলেন এক BSF জওয়ান। গতকাল রাত সাড়ে দশটায় হামলা হয় জাঁবাজপুরার রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে। ঝিলম নদী পেরিয়ে জঙ্গিরা আসে বলে খবর। দুটি দলে ভাগ হয়ে হামলা চালায় তারা। প্রথমে একটি BSF চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। তাতে গুরুতর আহত হন দুই BSF জওয়ান। হাসপাতালে একজনের মৃত্যু হয়। নিহতের নাম কনস্টেবল নীতীন।

আহত BSF জওয়ানের নাম পুলবিন্দর। তবে সেনাক্যাম্পে জঙ্গিরা ঢুকতে পারেনি। সেনাসূত্রে খবর, জওয়ানদের পাল্টা গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়। সেনার নর্দার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঝিলম নদীর তিরের কয়েকটি বাড়ি থেকেও গুলি চালানো হয় বলে খবর। এলাকায় সার্চ অপারেশন শুরু হয়েছে। রাতের হামলার কথা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে জানিয়েছেন BSF-এর DG, কে কে শর্মা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি।

আরও পড়ুন- জম্মু কাশ্মীরে বারামুল্লায় রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে জঙ্গি হামলা

ভারতের সার্জিকাল স্ট্রাইকের পর এটাই জঙ্গিদের তরফে প্রথম বড় হামলার চেষ্টা। উরিতে জঙ্গি হামলার ঠিক পনেরোদিনের মাথায় ফের হামলা চালাল জঙ্গিরা। বারামুলায় জঙ্গি হামলা পাকিস্তানের হতাশাই প্রমাণ করে। মরিয়া হয়ে হামলা চালাচ্ছে তারা। বললেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ PK সেহগল।

আরও পড়ুন- সার্জিকাল অ্যাটাকের ভিডিও প্রকাশের জল্পনা উস্কে দিলেন রাজনাথ সিং

.