জেলের মধ্যে 'ধর্ষক বাবা'র কীর্তি ফাঁস!

Updated By: Sep 1, 2017, 06:49 PM IST
জেলের মধ্যে 'ধর্ষক বাবা'র কীর্তি ফাঁস!

ওয়েব ডেস্ক : সেলুলয়েড পর্দায় সে সুপারহিরো। কিন্তু জেলের মধ্যে সে নেহাতই ভীতু একজন। কখনও ভয়ে কুঁকড়ে থাকছে। কখনও আবার চিত্কার করছে। জেলের মধ্যে 'ধর্ষক বাবা'র কীর্তি ফাঁস করলেন এক কয়েদি।

একই জেলে গুরমিত সিংয়ের সঙ্গে ৫ দিন কাটিয়েছে ওই কয়েদি। স্বদেশ কিরাদ নামে ওই  দলিত কর্মী গুরমিতের পাশের সেলেই বন্দি ছিল। সারারাত ধরেই তার কানে আসে গুরমিতের চিত্কার। স্বদেশ কিরাদ জানিয়েছে, তার ভয় লাগছে, তাকে যেন বন্দি করে রাখা না হয়, চিত্কার করে সেকথা বলতে থাকে গুরমিত। এমনকী 'শিশুর মতো' কাঁদতেও শোনা যায় গুরমিতকে। সে এমনকি ভুল করেছে, গুরমিতকে চিত্কার করে কাঁদতে কাঁদতে তাও নাকি ভগবানকে জিজ্ঞাসা করতে শোনে ওই কয়েদি।

ওই কয়েদি আরও বলেছে, সেভাবে কিছু খাবারও খাচ্ছে না গুরমিত সিং। জল, চা-বিস্কুট, দুধ আর সামান্য ফল ছাড়া সেভাবে কিছু খায়নি সে। ২৮ অগাস্ট দুটি পৃথক ধর্ষণের মামলায় 'বাবা রাম রহিম'কে ২০ বছরের সাজা শোনায় রোহতক আদালত।

আরও পড়ুন, 'ধর্ষক বাবা'-র ১০০০ কোটির সম্পত্তি নিয়ে বিপাকে ৬ কোটি সমর্থক

.