ATM-এ টাকা তুলতে যাচ্ছেন? জেনে যান এই পাঁচ তথ্য

ATM-এ টাকা তুলতে যাচ্ছেন? ঘরে একটিও টাকা নেই? তাই তড়িঘড়ি ছুটতেই হবে ATM-এ। তাই সেখানে যাওয়ার আগে জেনে নিয়ে যান কয়েকটি সহজ কিন্তু দরকারি তথ্য।

Updated By: Nov 11, 2016, 02:39 PM IST
ATM-এ টাকা তুলতে যাচ্ছেন? জেনে যান এই পাঁচ তথ্য

ওয়েব ডেস্ক : ATM-এ টাকা তুলতে যাচ্ছেন? ঘরে একটিও টাকা নেই? তাই তড়িঘড়ি ছুটতেই হবে ATM-এ। তাই সেখানে যাওয়ার আগে জেনে নিয়ে যান কয়েকটি সহজ কিন্তু দরকারি তথ্য।

১) আজ থেকেই আগামী ১৮ নভেম্বর পর্যন্ত দেশের প্রতিটি ATM থেকে দৈনিক ২০০০ টাকা বেশি তোলা যাবে না।

২) ১৯ নভেম্বরের পর থেকে সেই সংখ্যাটা ২০০০ থেকে বেড়ে হবে দৈনিক ৪০০০ টাকা।

৩) কার্ড পিছু ২০০০ টাকা তোলার সীমার বাইরে যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে আপনি একাধিক কার্ড ব্যবহার করে সেই টাকা তুলে নিয়ে পারবেন। তার জন্য কোনও সমস্যা আপনাকে ভোগ করতে হবে না।

৪) তবে, এতকিছু পরও মনে রাখুন ৫ বারের বেশি এক মাসে কার্ড ব্যবহার না করারই উচিত। কারণ ষষ্ঠ বারের জন্য টাকা তুললেই আপনাকে দিতে হবে বাড়তি টাকা।

৫) যদিও, RBI-এর পক্ষ থেকে ব্যাঙ্কগুলোকে বিভিন্ন বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫ বারের বেশি টাকা তোলার ক্ষেত্রে যাতে কোনও অতিরিক্ত চার্জ না করা হয় তার জন্যও নির্দেশিকা পাঠানো হয়েছে।

.