ভাট্টা-পরসৌল : সিবিআই তদন্তের দাবি নিয়ে রায়দান স্থগিত

ভাট্টা-পরসৌলে পুলিসের গুলি চালানোর ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে রায়দান সংরক্ষিত রাখল এলাহাবাদ হাইকোর্ট। ২০১১-র ৭মে গ্রেটার নয়ডার ভাট্টা-পরসৌল গ্রামে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে প্রশাসন ও বিক্ষুব্ধ কৃষকদের মধ্যে প্রবল সংঘর্ষ হয়।

Updated By: Jan 16, 2012, 04:59 PM IST

ভাট্টা-পরসৌলে পুলিসের গুলি চালানোর ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে রায়দান সংরক্ষিত রাখল এলাহাবাদ হাইকোর্ট। ২০১১-র ৭মে গ্রেটার নয়ডার ভাট্টা-পরসৌল গ্রামে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে প্রশাসন ও বিক্ষুব্ধ কৃষকদের মধ্যে প্রবল সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিস। জনতা-পুলিস সংঘর্ষে নিহত হন ৪ জন। এর মধ্যে ২ জন পুলিস ও ২ জন কৃষক। অভিযোগ, পুলিসের গুলিতেই নিহত হয়েছেন ২ কৃষক। এছাড়া গ্রামের মহিলাদের ধর্ষণের অভিযোগও রয়েছে পুলিসের বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগের সিবিআই তদন্তের সুপারিশ করেছে জাতীয় মহিলা কমিশনও। পুলিসের গুলি চালনার ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন ভাট্টা-পরসৌল গ্রামের বাসিন্দা অতুল শর্মা ও অন্যান্য গ্রামবাসীরা। সেই পিটিশনের ভিত্তিতেই সোমবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ইমতিয়াজ মোর্তাজা ও ভিকে দীক্ষিতের ডিভিশন বেঞ্চ জানায়, পুলিসের গুলি চালানোর ঘটনায় সিবিআই তদন্তের পিটিশনের রায়দান আপাতত সংরক্ষিত রাখা হল। এই মামলার বিষয়ে আদালত পরবর্তী ঘোষণা করবে চলতি বছরে মার্চের দ্বিতীয় সপ্তাহে।

.