ওডিশায় উপনির্বাচনে হার বিজেপির, ভবিষ্যতে প্রভাব ফেলবে, বললেন নবীন

৪১,৯৩৩ ভোটের ব্যবধানে হার বিজেপি প্রার্থীর। 

Updated By: Feb 28, 2018, 09:27 PM IST
ওডিশায় উপনির্বাচনে হার বিজেপির, ভবিষ্যতে প্রভাব ফেলবে, বললেন নবীন

নিজস্ব প্রতিবেদন: ওড়িশায় বিজেপির আশায় জল ঢেলে দিল বিজেডি। বিজেপুর উপনির্বাচনে বিজেপিকে হারানোর পর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের খোঁচা, ২০১৯ সালে এর প্রভাব পড়বে। 

বিজেপুরে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক পানিগ্রাহিকে মাত দিয়েছেন বিজেডি প্রার্থী রীতা সাহু। ভোটের ব্যবধান ৪১,৯৩৩। বিজেডি সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের কথায়,''৪০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছি। ভবিষ্যতে এর প্রভাব পড়বে। ওডিশার মতো শান্ত রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।'' .

আরও পড়ুন- এনডিএ-তে ধাক্কা! মোদীকে ছেড়ে লালুর শিবিরে ভিড়লেন জিতন রাম মাঁঝি

ওডিশায় পরের বছর বিধানসভার নির্বাচন। গতবছর পঞ্চায়েত ভোটে ব্যাপক উত্থান হয়েছিল গেরুয়া শিবিরের। সে রাজ্য দখলের ছক কষছে বিজেপি নেতৃত্ব। কিন্তু উপনির্বাচনের ফলে তারা বড় ধাক্কা খেল বলে মত রাজনৈতিক মহলের। 
 

.