আহত ব্যক্তিকে পিঠে নিয়েই হাসপাতালে দৌড় বিধায়কের!
ওয়েব ডেস্ক : রাস্তা দিয়ে যাচ্ছিলেন কাজে। হঠাত্ই একটি জটলা দেখে দাঁড়িয়ে পড়েন। জানতে পারেন সেখানে দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৩ জন। বিন্দুমাত্র সময় নষ্ট না করেই আহতদের নিজের গাড়িতে তুলে সোজা হাসপাতালে ছুট। সেখানে গিয়েও দেখেন, স্ট্রেচারের অভাব। তাই অগত্যা নিজের পিঠেই তুলে নেন একজনকে। ঢুকে পড়েন হাসপাতালের ইমার্জেন্সিতে। উত্তরপ্রদেশের ফারুক্কাবাদ সদরের বিজেপি বিধায়ক সুনীল দত্ত দিবেদীর এই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
আরও পড়ুন- সুষমাকে ধন্যবাদ জানালেও সংকীর্ণ রাজনীতির বৃত্ত থেকে বেরোতে পারলেন না রাহুল
জানা গেছে, রবিবার সকালে ফারুক্কাবাদ-ফতেগড় সড়ক দিয়ে যাচ্ছিলেন ওই বিধায়ক। সেখানে একটি জায়গায় রাস্তার ধারে জটলা দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। জানতে পারেন দুটি মোটর সাইকেল ও একটি সাইকেলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। মুহূর্ত দেরি না করে তাদের নিজের গাড়িতে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছোটেন বিধায়ক। হাসপাতালের ইমার্জেন্সির সামনে গিয়ে দেখেন একটি স্ট্রেচার রয়েছে। তাই তাতে আহতদের এক এক করে নিয়ে যেতে দেরী হবে বুঝতে পেরে একজনকে নিজের পিঠেই নিয়ে নেন তিনি। চিকিত্সকের কাছে নিয়ে যান তাঁকে। বিধায়ককে ওই অবস্থায় দেখে ততক্ষণে ছুটে আসেন হাসপাতালের কর্মীরা। চিকিত্সার ব্যবস্থা করা হয় আহতদের।