লোকসভা ভোটে বিরোধী জোটের মোকাবিলায় 'মায়াবতী' মডেল মোদী-শাহের

 দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হবে একজন একজন নেতাকে। 

Updated By: Jun 24, 2018, 03:45 PM IST
লোকসভা ভোটে বিরোধী জোটের মোকাবিলায় 'মায়াবতী' মডেল মোদী-শাহের

নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের ঘুঁটি সাজাতে শুরু করে দিল বিজেপি। বিরোধী জোটের মোকাবিলায় মায়াবতীর দলের কৌশল ধার করতে চলেছেন মোদী-শাহ। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হবে একজন একজন নেতাকে। রাজ্যগুলিতে গঠন করা হবে ১১ সদস্যের একটি কমিটি। 

কয়েকবছর ধরে প্রতিটি লোকসভা কেন্দ্রে দায়িত্বে একজন নেতাকে নিযুক্ত করার রীতি চলে আসছে বহেনজির বহুজন সমাজ পার্টিতে। সেই কৌশলেই এবার লোকসভায় পদ্ম ফোটানোর তোড়জোড় শুরু করেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। প্রতিটি রাজ্যে ১১ জনের যে কমিটি থাকবে, তাদের ১৩টি বিশেষ কাজ দেওয়া হবে। এক বিজেপি নেতার কথায়, ''লোকসভা ভোটের জন্য আমরা তৈরি হচ্ছি। তাড়াতাড়ি শুরু করার ফায়দা পাব।দুর্বলতাগুলিও চিহ্নিত করার সুযোগ মিলবে। এর পাশাপাশি নিজেদের মধ্যে বোঝাপড়াও বাড়বে। ২০১৪ সালের চেয়েও বেশি আসন আশা করছে দল।'' 

১০ জুন ছত্তিসগড় সফর দিয়ে রাজ্য সফর শুরু করে দিয়েছেন অমিত শাহ। বিভিন্ন রাজ্য সফরে লোকসভা ভোটের প্রস্তুতির পর্যবেক্ষণ করছেন তিনি। জুলাইয়ের আগে রাজ্য সফর শেষ করতে চান বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারপর নিজের পর্যবেক্ষণের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন তিনি।আর কদিন পরে বাংলাতেও আসছেন অমিত শাহ।

আরও পড়ুন- স্বচ্ছতার মানদণ্ডে ফেল বাংলা, ২৫টি অপরিচ্ছন্ন শহর পশ্চিমবঙ্গেই, অপরিচ্ছন্নতায় শীর্ষে ভদ্রেশ্বর 

.