তিরুবন্তপুরম থেকে শিলং, রাহুলকে বিঁধতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল বিজেপি

কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে দলের ১ম সারির নেতারা। রাফালে একযোগে কংগ্রেসকে বিঁধলেন বিজেপির হেভিওয়েটরা। রাহুল গান্ধীর প্রশ্নের উত্তরে তাঁরা ফের যুক্তি দিলেন, বিমানের দাম নিয়ে সিএজি রিপোর্ট পিএসি দেখেছে, সুপ্রিম কোর্টের রায়ে এটা নেহাতই টাইপের ভুল

Updated By: Dec 17, 2018, 07:46 PM IST
তিরুবন্তপুরম থেকে শিলং, রাহুলকে বিঁধতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল বিজেপি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: রাফালে কার্পেট বম্বিং। রাহুল গান্ধীকে বিঁধতে দেশজুড়ে একদিনে ৭০ জন নেতানেত্রীকে নামিয়ে দিল বিজেপি। সুপ্রিম কোর্টে মামলা খারিজের পর, লোকসভা ভোটে রাফাল-কে রাহুলের ব্যুমেরাং করে তোলার চেষ্টায় গেরুয়া শিবির।

সুপ্রিম কোর্ট রাফাল মামলা খারিজ করে দেওয়ায় উজ্জ্বীবিত বিজেপি। লোকসভা ভোটের আগে এবার রাহুল গান্ধীর এই অস্ত্রই, কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা ব্যবহারে মরিয়া গেরুয়া শিবির। সোমবার দেশজুড়ে দেখা গেল তারই ঝলক। ভোপালে রবিশঙ্কর প্রসাদ। তিরুবনন্তপুরমে জগত্‍প্রকাশ নাড্ডা। চেন্নাইয়ে রাম মাধব। লখনউয়ে প্রকাশ জাভড়েকর। বেঙ্গালুরুতে সম্বিত পাত্র। হায়দরাবাদে দেবেন্দ্র ফড়নবিশ। বারাণসীতে ধর্মেন্দ্র প্রধান। শিলঙে বিপ্লব দেব।

আরও পড়ুন- মুম্বইয়ের সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ১

কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে দলের ১ম সারির নেতারা। রাফালে একযোগে কংগ্রেসকে বিঁধলেন বিজেপির হেভিওয়েটরা। রাহুল গান্ধীর প্রশ্নের উত্তরে তাঁরা ফের যুক্তি দিলেন, বিমানের দাম নিয়ে সিএজি রিপোর্ট পিএসি দেখেছে, সুপ্রিম কোর্টের রায়ে এটা নেহাতই টাইপের ভুল। তবে, কংগ্রেস তো বটেই, বিরোধীরাও এ যুক্তি মানতে নারাজ।

আরও পড়ুন- রাফাল নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিস কংগ্রেস-বিজেপির, সংসদে পরস্পরে বিদ্ধ রাহুল-মোদী

রাফালে জেপিসি তদন্তের দাবিতে ইস্যু জিইয়ে রাখতে চাইছে কংগ্রেস। সরকারও অনুমতি দিতে নারাজ। সুপ্রিম কোর্ট যাই রায় দিক না কেন, লোকসভা নির্বাচনে রাফাল যে মাঠে-ময়দানে উত্তাপ ছড়াবে তা একরকম নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

.