কংগ্রেসের থেকে উত্তরাখণ্ড ছিনিয়ে দিল বিজেপি, ২টি আসনেই হার হরিশ রাওয়াতের

কংগ্রেসের থেকে উত্তরাখণ্ড ছিনিয়ে নিল বিজেপি। ৭০ আসনের বিধানসভা। ম্যাজিক ফিগার ৩৬। অনায়াসেই ম্যাজিক ফিগারে পৌছে যায় বিজেপি। উত্তরখাণ্ডে কমপক্ষে ৫০টি আসন যাচ্ছে বিজেপির ঝুলিতে। কংগ্রেস অনেক পিছনে। ইতিমধ্যেই হরিদ্বার গ্রামীণ ও কিছা আসনে পরাজয় স্বীকার করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।

Updated By: Mar 12, 2017, 09:41 AM IST
কংগ্রেসের থেকে উত্তরাখণ্ড ছিনিয়ে দিল বিজেপি, ২টি আসনেই হার হরিশ রাওয়াতের

ওয়েব ডেস্ক : কংগ্রেসের থেকে উত্তরাখণ্ড ছিনিয়ে নিল বিজেপি। ৭০ আসনের বিধানসভা। ম্যাজিক ফিগার ৩৬। অনায়াসেই ম্যাজিক ফিগারে পৌঁছে যায় বিজেপি। উত্তরখাণ্ডে কমপক্ষে ৫০টি আসন যাচ্ছে বিজেপির ঝুলিতে। কংগ্রেস অনেক পিছনে। ইতিমধ্যেই হরিদ্বার গ্রামীণ ও কিছা আসনে পরাজয় স্বীকার করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।

বুথ ফেরত সমীক্ষাতেই মিলেছিল উত্তরাখণ্ডে এবার সরকার বদলের ইঙ্গিত। অধিকাংশ সমীক্ষাই বলেছে, দেবভূমি হাতছাড়া হচ্ছে কংগ্রেসের। উঠবে গেরুয়া ঝড়। ২০১২-র ভোটে ৩২টি আসনে জিতে ক্ষমতা দখল করে কংগ্রেস। মাত্র একটি আসন কম পেয়ে বিজেপি বিরোধী দলের তকমা পায়। এবার অবশ্য প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই ছিল বিজেপির ক্ষমতা দখলের ইঙ্গিত। দেখুন, বিস্তারিত তালিকা

আরও পড়ুন,

.