রাষ্ট্রসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়ে মস্ত ভুল করেছে ভারত: স্বামী
দলের অবস্থানের বিপরীতে হাঁটলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
নিজস্ব প্রতিবেদন: দলের উল্টো অবস্থানে হাঁটলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর বক্তব্য, জেরুসালেম নিয়ে রাষ্ট্রসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিয়ে 'বড় ভুল' করেছে ভারত।
টুইটারে সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন,''রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্তাইন-পন্থী প্রস্তাবে ভোট দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ বিরোধী। কাশ্মীর ইস্যু ও ইসলামিক সন্ত্রাস হামলার ঘটনায় কোনওদিনই ভারতকে সমর্থন করেনি প্যালেস্তাইন। অন্যদিকে সবসময় ভারতের পাশে ছিল ইজরায়েল।''
আরও পড়ুন- গুজরাটে উল্টে গেল ইভিএমবাহী ট্রাক, ষড়যন্ত্রের ইঙ্গিত হার্দিক প্যাটেলের
It is against India's national interest to vote for the pro-Palestine Resolution in the UNGA. Palestine has never supported India on Kashmir question and Islamic terror attacks. Israel has stood with India always.
— Subramanian Swamy (@Swamy39) December 21, 2017
বিজেপি সাংসদ আরও বলেন, ''পশ্চিমী জেরুসালেমে দূতাবাস সরাতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে মস্ত ভুল করেছে ভারত। বর্তমানে পবিত্র জেরুসালেম শহরকে বিভক্ত করেছে রাষ্ট্রসঙ্ঘ। পশ্চিম জেরুসালেম ইজরায়েলের অংশ। সুতরাং সেখানে দূতাবাস থাকতে পারে।''
West Jerusalem is UN recognised Israeli territory. Hence what is wrong if India's Embassy is shifted to West Jerusalem?
— Subramanian Swamy (@Swamy39) December 21, 2017