আজ ভুবনেশ্বরে শুরু হচ্ছে বিজেপির দু'দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক

আজ ভুবনেশ্বরে শুরু হচ্ছে বিজেপির ২দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। বৈঠকের উদ্বেধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শা। দীর্ঘ ২০ বছর পর ফের একবার ভুবনেশ্বরে বসছে বিজেপির কর্মসমিতির বৈঠক। আগামিকাল বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এই প্রথম কর্মসমিতির বৈঠক।

Updated By: Apr 15, 2017, 08:51 AM IST
আজ ভুবনেশ্বরে শুরু হচ্ছে বিজেপির দু'দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক

ওয়েব ডেস্ক: আজ ভুবনেশ্বরে শুরু হচ্ছে বিজেপির ২দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। বৈঠকের উদ্বেধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শা। দীর্ঘ ২০ বছর পর ফের একবার ভুবনেশ্বরে বসছে বিজেপির কর্মসমিতির বৈঠক। আগামিকাল বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এই প্রথম কর্মসমিতির বৈঠক।

আরও পড়ুন ২০ বছরের বেশি সময় ধরে এই রহস্য চেপে রেখেছিলেন মায়াবতী!

কয়েকমাসের মধ্যেই গুজরাটে হবে নির্বাচন। আলোচনা হবে তাই নিয়েও। পাশাপাশি, আগামী ২০১৯ এর লোকসভা ও ২০২১ এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। সেই দিকে তাকিয়ে এই কর্মসমিতির বৈঠকে আলোচনা হতে পারে।

আরও পড়ুন  উত্তরপ্রদেশের জন্য বড়সড় ঘোষণা যোগী আদিত্যনাথের

.