হানিমুনে উটি, আস্ত একটা ট্রেন ভাড়া করে ফেললেন ব্রিটিশ দম্পতি

মেট্টুপালায়ম থেকে উধাগামান্ডলম প‌র্যন্ত ৪৮ কিলোমিটার রাস্তা ‌যাওয়ার জন্য রেলকে তাঁদের দিতে হয়েছে ৩ লাখ টাকা

Updated By: Sep 2, 2018, 10:27 AM IST
হানিমুনে উটি, আস্ত একটা ট্রেন ভাড়া করে ফেললেন ব্রিটিশ দম্পতি

নিজস্ব প্রতিবেদন: হানিমুনের জন্য বাদশাহী আয়োজন। এমন অভিজ্ঞতা দক্ষিণ রেলের এই প্রথম।

মধুচন্দ্রিমার জন্য দক্ষিণ ভারতে এসেছিলেন ব্রিটিশ দম্পতি গ্রাহাম উইলিয়াম লিন্ড(৩০) ও সিলভিয়া প্লাসিক(২৭)। সিদ্ধান্ত নেন ‌যাবেন নীলগিরি পর্বতে। ‌যেমন ভাবা তেমনি কাজ। মেট্টুপালায়ম থেকে উধাগামান্ডলম(উটি) প‌র্যন্ত ‌যাওয়ার জন্য ‌যোগা‌যোগ করেন দক্ষিণ রেলের সঙ্গে। ওই পথ ‌যাওয়ার জন্য অবশ্য দক্ষিণ রেলের সঙ্গে ‌যোগা‌যোগের কোনও প্রয়োজন ছিল না। কিন্তু তাঁদের উদ্দেশ্য ছিল অন্য।

আরও পড়ুন-উত্তরসূরী হিসাবে রঞ্জন গগোইয়ের নাম প্রস্তাব করতে চলেছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র

রেল কর্তৃপক্ষের সঙ্গে ‌যোগা‌যোগ করে গ্রাহাম ও সিলভিয়া ভাড়া করে ফেলেন একটি আস্ত ট্রেন। মেট্টুপালায়ম থেকে উধাগামান্ডলম প‌র্যন্ত ৪৮ কিলোমিটার রাস্তা ‌যাওয়ার জন্য রেলকে তাঁদের দিতে হয়েছে ৩ লাখ টাকা। দক্ষিণ রেলে এরকম ঘটনা এই প্রথম। শুক্রবার রেল কর্তৃপক্ষ তাঁদের স্বাগত জানান মেট্টুপালায়ম স্টেশনে। এদিনই কুন্নুর স্টেশনে তাঁরা ‌যখন নামেন তখনও তাঁদের অভ্যর্থনা জানান স্টেশন ম্যানেজার।

সংবাদমাধ্যমে লিন্ড জানিয়েছেন, হনিমুনোর পরিকল্পনা করার সময় ঠিক করলাম ‌যাব নীলিগিরি। এর জন্য একটা স্টিম ইঞ্জিন ভাড়া করব। গোটা ট্রেনটাই হবে আমাদের। খুবই রোমান্টিক ব্যাপার বলে মনে হচ্ছিল।

আরও পড়ুন-শ্মশানে সটান উঠে বসল মড়া! তারপর...

রেল সূত্রে খবর ওই দম্পতি রেলের বিশেষ অনুমতির জন্য আবেদন করেন। প‌র্যটনে উৎসাহ দেওয়ার জন্য তাতে রাজিও হয়ে ‌যায় রেল। এরপরই রেলের সালেম ডিভিশনকে ওই বিশেষ ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়। নীলগিরি মাউন্টেন সেকশনে ‌যাতায়াতকারী তিন বগির ওই ট্রেনটিতে আসন সংখা মাত্র ১২০টি। ইউনেস্কো এই ট্রেনকে হেরিটেজ বলে ঘোষণা করেছে। ট্রেনটি চলে স্টিম ইঞ্জিনে। ‌যাত্রাপথে পড়ে ১৩টি টানেল, ঘন জঙ্গল ও একাধিক ঝরনা। শুক্রবার ট্রেনটি মেট্টুপালায়ম থেকে ছেড়ে উধাগামান্ডলম বা উটি পৌঁছায় দুপুর ২টো ২০ মিনিটে।

.