সরকারি কর্তার ঘরে বাজেয়াপ্ত নগদ ৫ কোটি টাকার নতুন নোট ও ৬ কিলো সোনা

সারা দেশে নোটের আকাল। নোট ভোগান্তি। ATM-এর হয় ঝাঁপ বন্ধ। নয়তো 'No Cash' বোর্ড ঝোলানো। আর তার মধ্যেই বেঙ্গাবুরুতে দেখা গেল নোটের ছড়াছড়ি। তল্লাশি অভিযান চালিয়ে বেঙ্গালুরু থেকে উদ্ধার হল ৫ কোটি টাকা। যার সবটাই নতুন নোটে। দুজন পদস্থ আমলার বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হয়।

Updated By: Dec 1, 2016, 08:20 PM IST
সরকারি কর্তার ঘরে বাজেয়াপ্ত নগদ ৫ কোটি টাকার নতুন নোট ও ৬ কিলো সোনা

ওয়েব ডেস্ক : সারা দেশে নোটের আকাল। নোট ভোগান্তি। ATM-এর হয় ঝাঁপ বন্ধ। নয়তো 'No Cash' বোর্ড ঝোলানো। আর তার মধ্যেই বেঙ্গাবুরুতে দেখা গেল নোটের ছড়াছড়ি। তল্লাশি অভিযান চালিয়ে বেঙ্গালুরু থেকে উদ্ধার হল ৫ কোটি টাকা। যার সবটাই নতুন নোটে। দুজন পদস্থ আমলার বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হয়।

শুধু নগদ টাকাই নয়। উদ্ধার করা হয়েছে ৬ কিলো সোনা। একটা লামবরঘিনি। এবং সঙ্গে আরও অন্যান্য শৌখিন গাড়ি। নতুন নোট বাজারে এসেছে হপ্তা দুয়েক। এর মধ্যে কী করে এত নতুন নোট এই দুই আমলার বাড়িতে এল, সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত। এদিকে কংগ্রেস শাসিত কর্নাটকে ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কালো টাকার অভিযোগ দেগেছে বিরোধীরা।

আরও পড়ুন, দু'সপ্তাহে জনধন অ্যাকাউন্টে জমা পড়ল ২৭ হাজার কোটি!

.