১ টাকা খরচেই ২০০০ টাকা পাওয়া যাবে স্ন্যাপডিলে
সৌরভ পাল
বুঝুন কাণ্ড! এবার নাকি টাকারও হোম ডেলিভারি। খাবার হোম ডেলিভারি। অন লাইন শপিংয়ে হোম ডেলিভারি, এসব তো পুরনো, দরজায় কড়া নেড়ে ভেন্ডর বলবে, 'স্যার/ম্যাডাম এই নিন আপনার ২০০০ টাকা, একটু মিলিয়ে নিন আর সইটা এখানে করে দিন'। ঠাট্টা নয়, এবার থেকে এটাই হবে। ভেবে দেখুন একবার বিগ বাজার থেকে যদি টাকা পাওয়া যায়, তাহলে স্ন্যাপডিলে কেনও নয়?
স্ন্যপডিলে টাকা অর্ডার করা যাবে, হোম ডেলিভারিতে খরচ মাত্র এক টাকা। গ্রাহক ফ্রিচার্জ, ডেবিড কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং করে এই ২০০০ টাকা পেয়ে যাবেন। ভেন্ডর গ্রাহকদের ঘরে ঘরে মানি সোয়াইপার নিয়ে যাবে, সেখানে সোয়াইপ করে দিলেই গ্রাহক হাতে হাতেই পেয়ে যাবেন কড়কড়ে ২০০০ টাকার নোট। স্ন্যাপডিল এই পরিষেবার নাম দিয়েছে, 'ক্যাশ অ্যাট হোম'। আরও পড়ূন- সবার প্রথমে ক্যাশলেস হল দেশের এই অঞ্চলটি!
মূলত এটিএম-এর লাইনে না দাঁড়িয়ে সময় বাঁচিয়ে ঘরে টাকা পৌঁছে দিতেই এই অভিনব উদ্যোগ।