বরাদ্দ কমল তামিলনাড়ুর, কাবেরীর জলের অধিকার বাড়ল কর্নাটকের
সাধারণ ভাবে কাবেরী দিয়ে ৭৪০ টিএমসি জল বয়ে যায়। ২০০৭ সালের একটি নির্দেশিকা অনুযায়ী ৭৪০ টিএমসি জলের মধ্যে তামিলনাডু এতদিন পর্যন্ত ৪১৯ টিএমসি জল পেত। কর্নাটক পেত ২৭০ টিএমসি জল, কেরালা পেত ৩০ টিএমসি ও পুদুচেরি পেত ৭ টিএমসি জল।
নিজস্ব প্রতিবেদন : কোনও রাজ্যই একটি নদীর মালিকানা দাবি করতে পারে না। ১২০ বছরের কাবেরী জলবণ্টন সমস্যার রায় দিতে গিয়ে শুক্রবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এ দিন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অমিতাভ রায় এবং বিচারপতি এএম খানউইলকরের ডিভিশন বেঞ্চে মালমাটি শুনানি ছিল। সেখানে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন তামিলনাডুর জন্য ১৭৭.২৫ টিএমসি কাবেরীর জল ছাড়তে হবে। সেই সঙ্গে কর্নাটক পাবে অতিরিক্ত ১৪.৭৫ টিএমসি জল।
#CauveryVerdict: 177.25 TMC of Cauvery water to be released for Tamil Nadu, decides Supreme Court. pic.twitter.com/cUL76HbkAc
— ANI (@ANI) February 16, 2018
এছাড়াও, পানীয় জলের সমস্যা মেটাতে বেঙ্গালুরু অতিরিক্ত ৪ টিএমসি জল পাবে কাবেরী থেকে। তবে, ২০০৭-এর সিদ্ধান্ত অনুসারে কেরালা আগের মতোই ৩০ টিএমসি ও পুদুচেরি ৭ টিএমটি কাবেরীর জল পাবে।
দুই শতক ধরে চলে আসা এই জটিলতা নিয়ে নানা আলোচনার পর অবশেষে রায় ঘোষণা করার কথা জানায় দেশের সর্বোচ্চ আদালত। ফলে কর্নাটক, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির মধ্যে দীর্ঘদিনের বিতর্কের অবসান হল। এদিকে, এই রায়দানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় বেঙ্গালুরুতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
#CauveryVerdict: SC made it clear that increase in share of Cauvery water for #Karnataka by 14.75 TMC has been done keeping in view the fact that there is an increased demand of drinking water by Bengaluru & also for many industrial activities.
— ANI (@ANI) February 16, 2018
সাধারণ ভাবে কাবেরী দিয়ে ৭৪০ টিএমসি জল বয়ে যায়। ২০০৭ সালের একটি নির্দেশিকা অনুযায়ী ৭৪০ টিএমসি জলের মধ্যে তামিলনাডু এতদিন পর্যন্ত ৪১৯ টিএমসি জল পেত। কর্নাটক পেত ২৭০ টিএমসি জল, কেরালা পেত ৩০ টিএমসি ও পুদুচেরি পেত ৭ টিএমসি জল।
আদালতের এদিনের রায়ে খুশি কর্নাটক। অন্যদিকে, তামিলনাডুর পক্ষ থেকে এই রায়কে অযৌক্তিক ও এক পেশে বলে দাবি করা হয়েছে।