রমজানে জঙ্গি দমন বন্ধ রাখলে সন্ত্রাসে মদতদাতাদেরও সুবিধে হবে, মন্তব্য জম্মু ও কাশ্মীরের ডিজির

বেদ বলেন, আমার মনে হয় রমজানে জঙ্গি দমন অভি‌যান বন্ধ রাখার বিষয়টি পাকিস্তানেরও মাথায় রাখা উচিত। লস্কর ইতিমধ্যেই তা মানতে অস্বীকার করেছে

Updated By: May 20, 2018, 06:50 PM IST
রমজানে জঙ্গি দমন বন্ধ রাখলে সন্ত্রাসে মদতদাতাদেরও সুবিধে হবে, মন্তব্য জম্মু ও কাশ্মীরের ডিজির

নিজস্ব প্রতিবেদন : কাশ্মীরে রমজান মাসে জঙ্গিদমন অভি‌যান বন্ধ করা নিয়ে মুখ খুললেন রাজ্যের ডিজিপি এস পি বেদ। কেন্দ্র অভি‌যান বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করলেও ইতিমধ্যেই সেনা তাতে আপত্তি করেছিল। তবে হামলা হলে পাল্টা আঘাত করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গের বিকৃত মানচিত্রের ছবি টুইট করে বিতর্কে সুনীল দেওধর

কাশ্মীরে জঙ্গি দমন অভি‌যান বন্ধ রাখলে তা দু’পক্ষই লাভবান হবে বলে মন্তব্য করেছেন বেদ। ডিজিপির কথায়, কেন্দ্রের এই সিদ্ধান্ত সবার ওপরেই ইতিবাচক প্রভাব ফেলবে। এতে কাস্মীরে ‌যারা জঙ্গিদের মদত দেয় তারও লাভবান হবে।

উল্লেখ্য, রামজান মাসে শান্তির কথা মাথায় রেখে রাজ্যে জঙ্গি দমন অভি‌যান বন্ধ রাখার আবেদন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কেন্দ্র সেই ডাকে সড়া দিয়েছে। তবে শর্ত আরোপ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। রমজানের পরই জুনে শুরু হচ্ছে অমরনাথ ‌যাত্রা। বেদ বলেন, এবার অমরনাথ ‌যাত্রা শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হবে।

আরও পড়ুন-অবিবাহিতদেরই একমাত্র বিধায়ক বা মন্ত্রী করা উচিত, মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর

বেদ আরও বলেন, আমার মনে হয় রমজানে জঙ্গি দমন অভি‌যান বন্ধ রাখার বিষয়টি পাকিস্তানেরও মাথায় রাখা উচিত। লস্কর ইতিমধ্যেই তা মানতে অস্বীকার করেছে। লস্কর জানিয়েছে, তারা ‌যা ভালো মনে করবে সেটাই করবে।

.