কালো টাকা ইস্যুতে ১৮০ ডিগ্রি ঘুরে গেল কেন্দ্র, কালো ছাতার বদলে এবার তৃণমূলের প্রতিবাদ কালো শালে

কালো টাকা ইস্যুতে একশো আশি ডিগ্রি ঘুরে গেল কেন্দ্র। সংসদে মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানালেন, একশো দিনের মধ্যে কালো টাকা ফেরত আনার কোনও নির্বাচনী প্রতিশ্রুতিই দেয়নি বিজেপি। অন্যদিকে, বামেদের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে ভোট চাওয়া আসলে দুর্নীতিই। সংসদে চুপ থাকেনি তৃণমূল কংগ্রেসও। ছাতা বদলে কালো শাল নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

Updated By: Nov 27, 2014, 06:36 PM IST

ওয়েব ডেস্ক: কালো টাকা ইস্যুতে একশো আশি ডিগ্রি ঘুরে গেল কেন্দ্র। সংসদে মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানালেন, একশো দিনের মধ্যে কালো টাকা ফেরত আনার কোনও নির্বাচনী প্রতিশ্রুতিই দেয়নি বিজেপি। অন্যদিকে, বামেদের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে ভোট চাওয়া আসলে দুর্নীতিই। সংসদে চুপ থাকেনি তৃণমূল কংগ্রেসও। ছাতা বদলে কালো শাল নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

কালো টাকার বিক্ষোভে তৃণমূল সাংসদদের হাতিয়ার ছিল ছাতা। বৃহস্পতিবার তা সংসদের বাইরে বেরিয়ে হল কালো শাল।

অধিবেশন শুরু হতেই কালো টাকা ইস্যু নিয়ে সরব বিরোধীরা। সংসদীয় বিষয়ক মন্ত্রী অবশ্য মুখ খুললেন অধিবেশনের একেবার শেষদিকে। রুখে দাঁড়ালেন তৃণমূল সাংসদরা। আর তখনই সারদা খোঁচাটা দিয়ে পাল্টা চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলেন বেঙ্কাইয়া নাইডু। টেনে আনলেন অমিত শাহর সভা প্রসঙ্গও।  

তবে গুরুতর অভিযোগটা তুললেন সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ, দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিতে গিয়ে বড়সড় দুর্নীতিটাই করে বসেছেন নরেন্দ্র মোদী। কালো টাকা ইস্যুতে কেন্দ্র বিদ্ধ হলেও, গত দুদিনের তুলনায় বৃহস্পতিবারের ছবিটা ছিল একটু আলাদা। কারণ, এদিন উত্তাপ থাকলেও বিঘ্ন ঘটেনি অধিবেশনে।

.