ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে ওবিসিদের জন্য কোটার ব্যবস্থা করছে কেন্দ্র

Updated By: Nov 1, 2017, 12:04 PM IST
ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে ওবিসিদের জন্য কোটার ব্যবস্থা করছে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: ন্যাশানাল ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে ওবিসিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করছে কেন্দ্র। এসসিইআরটি পরিচালিত ওই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। তফসিলি জাতি-উপজাতি ও প্রতিবন্ধীদের জন্য এতদিন সংরক্ষণের ব্যবস্থা থাকলেও ওবিসিদের জন্য তা ছিল না।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, সরকার ইতিমধ্যেই বৃত্তির টাকা বড়িয়েছে। এবার বৃত্তিপ্রাপকের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করছে তারা। প্রসঙ্গত, আগামী কয়েক বছরের মধ্যে মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-দেশে খোঁজ মিলল অচেনা ডেঙ্গি ভাইরাসের

বর্তমানে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় ১৫ শতাংশ বৃত্তি দেওয়া হয় তফসিলি জাতির প্রার্থীদের। তফসিলি উপজাতির প্রার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে ৭.৫ শতাংশ বৃত্তি। প্রতিবন্ধী প্রার্থীরা পেয়ে থাকে ৩ শতাংশ বৃত্তি। প্রকাশ জাভড়েকর জানিয়েছেন ২০১৮ সালের বৃত্তিপ্রাপকদের বাছাইয়ের জন্য পরীক্ষা  ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তাই আগামী ২০১৯ সাল থেকে ওবিসিদের জন্য কোটার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন-মায়ের মৃতদেহের সঙ্গে ৬ দিন কাটাল মানসিক ভারসাম্যহীন ছেলে

.