বিদ্যুতের বিল কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের, বেঁধে দেওয়া হচ্ছে এসি-র তাপমাত্রা

 তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হবে। 

Updated By: Jun 22, 2018, 11:05 PM IST
বিদ্যুতের বিল কমাতে বড় পদক্ষেপ কেন্দ্রের, বেঁধে দেওয়া হচ্ছে এসি-র তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদন: বিদ্যুত্ সাশ্রয়ে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা বাধ্যতামূলকভাবে করা হতে পারে। আর এই প্রস্তাব এসেছে কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রী আরকে সিংয়ের কাছ থেকে। শুক্রবার তিনি বলেন, ''শীঘ্রই এনিয়ে নির্দেশিকা জারি করা হবে। কম তাপমাত্রা শরীরে পক্ষেও ভাল নয়।'' 

বিদ্যুত্ মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গ্রাহকদের স্বাস্থ্য ও আর্থিক দিক নজরে রেখে এসি-র সেটিংয়ে পরিবর্তন আনা হোক। তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা বাধ্যতামূলক করা হবে। বিবৃতি আরও দাবি করা হয়েছে, প্রতি ১ ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধিতে বিদ্যুত্ সাশ্রয় হয় ৬ শতাংশ।

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, সাধারণ শরীরের উষ্ণতা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বেশিরভাগ জায়গাতেই ১৮-২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হয়েছে। এটা অস্বাস্থ্যকর। ওই তাপমাত্রায় গরম পোশাক ব্যবহার করতে হয়। ফলে বিদ্যুতের অযথা খরচ হচ্ছে।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর পকোড়া বিক্রির পরামর্শ মেনে লাভবান কংগ্রেস কর্মী

.