আধারের ছবি নাপসন্দ! এভাবে খুব সহজেই করে ফেলুন সমাধান
ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে এই সমস্যা বহু পুরনো। আধার কার্ডের এখন আর সেই সমস্যা নেই। মাত্র ২টি পদ্ধতি অবলম্বন করলেই বদলে ফেলা যায় ছবি
নিজস্ব প্রতিবেদন: এপিক কার্ডে নিজের ছবি নিজেই চিনতে পারেন না বহু মানুষ। ছবি বদল করলে তা বদল হয় বটে কিন্তু অনেক সময় নতুন ছবি হয় আরও বিকট। তবে রাস্তা আছে, অপছন্দের ছবি বয়ে বেড়ানোর দিন শেষ। আপনার আধার কার্ডের ছবি যদি নিজেরই পছন্দ না হয়, তা বদলে ফেলা যায় সহজেই।
ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে এই সমস্যা বহু পুরনো। আধার কার্ডের এখন আর সেই সমস্যা নেই। মাত্র ২টি পদ্ধতি অবলম্বন করলেই বদলে ফেলা যায় ছবি। তবে অনলাইনে আধারের ছবি বদল করা যায় না। জেনে নিন দুটি রাস্তা-
প্রথমত, যেতে হবে আধারের আঞ্চলিক দফতরে বা আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে একটি ফর্ম ফিলাপ করে ছবি বদলের আবেদন করতে হবে। এক্ষেত্রে নতুন করে ছবি তোলা হবে। নেওয়া হবে ফিঙ্গার প্রিন্ট, ও রেটিনার ছবি। এভাবে নাম, ঠিকানাও সংশোধনও করা যাবে।
আরও পড়ুন-জলভর্তি বালতিতে ডুবে মৃত্যু মেটিয়াবুরুজের দেড় বছরের শিশুর
দ্বিতীয়ত, আধারের আঞ্চলিক দফতরে ছবি বদলের আবেদনপত্র পাঠানো যেতে পারে। একটি ফর্ম ফিলাপ করে ছবি বদলের আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনার পছন্দের ছবি ও আপনার আধারের একটি ফোটোকপি পাঠিয়ে দিতে হবে।