সাতসকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল চেন্নাই সেন্ট্রাল স্টেশন, নিহত ১, আহত অন্তত ১০

সাতসকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল চেন্নাই সেন্ট্রাল স্টেশন। নিহত এক মহিলা। আহত বেশ কয়েকজন। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জঙ্গি নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। বিস্ফোরণের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। নিহত ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল ও তামিলনাড়ু সরকার। বৃহস্পতিবার ভোর পাঁচটা কুড়ি নাগাদ পৌছনোর কথা থাকলেও সাতটা পাঁচ নাগাদ চেন্নাই সেন্ট্রাল স্টেশনে ঢোকে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। ন`নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের এস ফোর ও এস ফাইভ কামরায় এর মিনিট দশেকের মধ্যেই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গেই ন নম্বর প্ল্যাটফর্ম ঘিরে রেখে তল্লাসি শুরু করে পুলিস।

Updated By: May 1, 2014, 08:00 PM IST

সাতসকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল চেন্নাই সেন্ট্রাল স্টেশন। নিহত এক মহিলা। আহত বেশ কয়েকজন। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জঙ্গি নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। বিস্ফোরণের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। নিহত ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল ও তামিলনাড়ু সরকার। বৃহস্পতিবার ভোর পাঁচটা কুড়ি নাগাদ পৌছনোর কথা থাকলেও সাতটা পাঁচ নাগাদ চেন্নাই সেন্ট্রাল স্টেশনে ঢোকে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। ন`নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের এস ফোর ও এস ফাইভ কামরায় এর মিনিট দশেকের মধ্যেই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গেই ন নম্বর প্ল্যাটফর্ম ঘিরে রেখে তল্লাসি শুরু করে পুলিস।

আহতদের রাজীব গান্ধী হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। এক মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা।

বিস্ফোরণকাণ্ডের সিবি-সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। গত মঙ্গলবারই আইএসআই এজেন্ট সন্দেহে একজনকে গ্রেফতার করে তামিলনাড়ু পুলিস। তার সঙ্গে এই বিস্ফোরণের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের ঘণ্টা দুয়েক পরে ট্রেনের ভিতর লুকিয়ে থাকা অবস্থায় একজনকে আটক করে পুলিস। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, মোবাইল ফোন ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জয়ললিতা সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বিস্ফোরণের পর নিহত ও আহতদের পরিবারপিছু ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল ও তামিলনাড়ু সরকার। ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। ঘটনার পর তামিলনাড়ুর এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস টার্মিনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে কলাপাক্কাম পারমানবিক কেন্দ্রেও। দেশের সব কটি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

.