শিশুদিবসে `মা` দের ডুডলিং শিশুদের

স্কাই ইজ দ্য লিমিট ফর ইন্ডিয়ান উইমেন। ভারতীয় শিশুদের ভবিষ্যতের অঙ্গীকার। শিশুদিবসে গুগল ইন্ডিয়ার পেজে এইভাবেই ডুডলিং ওয়েলকাম জানাল ভারতীয় শিশুরা। ডুডল ফোর গুগলের পঞ্চম সংস্করণে ডুডলটি ডিজাইন করেছে গায়ত্রী কেতারমন নামে পুনের এক ছাত্রী।

Updated By: Nov 14, 2013, 11:37 AM IST

স্কাই ইজ দ্য লিমিট ফর ইন্ডিয়ান উইমেন। ভারতীয় শিশুদের ভবিষ্যতের অঙ্গীকার। শিশুদিবসে গুগল ইন্ডিয়ার পেজে এইভাবেই ডুডলিং ওয়েলকাম জানাল ভারতীয় শিশুরা। ডুডল ফোর গুগলের পঞ্চম সংস্করণে ডুডলটি ডিজাইন করেছে গায়ত্রী কেতারমন নামে পুনের এক ছাত্রী।
পুনের বিশপ`স কোএডুকেশন স্কুলের দশম শ্রেনীর ছাত্রী গায়ত্রী জানালেন, "ডুডলটির প্রতিটা অক্ষর নারীদের বিভিন্ন রূপকে বোঝাচ্ছে। সে সুন্দর, আধুনিক, কর্মঠ। প্রগতির প্রতীক এবং মা।"
চূড়ান্ত পর্যায়ে ১২ জন প্রতিযোগীর মধ্যে থেকে নির্বাচিত হয়েছে গায়ত্রী। বিচারকদের প্যানেলে ছিলেন অভিনেত্রী কিরণ খের ও রাজনৈতিক কার্টুনিস্ট অজিত নিনন। গায়ত্রী ছাড়াও তিন জন শিক্ষার্থীর একটি দলকেও পুরস্কৃত করা হয়েছে।

.