বিদেশের আকাশে এবার মুখোমুখি ভারত ও চিনের বিমানবাহিনী

বিদেশের আকাশে এবার মুখোমুখি ভারত ও চিনের বিমানবাহিনী। ভারতের তেজস বেশি শক্তিশালী না চিনের জেএফ ১৭ থান্ডার, সামনাসামনি মোকাবিলায় তার পরীক্ষা হতে চলেছে পশ্চিম এশিয়ার আকাশে। ২১ থেকে ২৩ জানুয়ারি বাহরিনের আকাশে হতে চলেছে চিন ও ভারতের এই মহড়া। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা চিনের জেএফ ১৭ থান্ডারের চেয়ে এগিয়ে রাখছেন ভারতের তেজসকেই। আধুনিক বায়ুসেনায় শুধু বোমাবর্ষণের ক্ষমতা বা গোলাগুলি চালানোর দক্ষতা দিয়ে যুদ্ধবিমানের সক্ষমতা বিচার হয় না। ফাইটার জেট কত বেশিক্ষণ লড়াইয়ে টিকে থাকতে পারে, গতিবেগে কীভাবে প্রতিপক্ষকে টেক্কা দিতে পারে, কত দূর পাড়ি দিয়ে হামলা চালাতে পারে, এই বিষয়গুলি আধুনিক যুদ্ধে খুব গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই সব কটি বিষয়েই তেজস এগিয়ে জেএফ ১৭ থান্ডারের চেয়ে।

Updated By: Jan 18, 2016, 03:59 PM IST
বিদেশের আকাশে এবার মুখোমুখি ভারত ও চিনের বিমানবাহিনী

ওয়েব ডেস্ক: বিদেশের আকাশে এবার মুখোমুখি ভারত ও চিনের বিমানবাহিনী। ভারতের তেজস বেশি শক্তিশালী না চিনের জেএফ ১৭ থান্ডার, সামনাসামনি মোকাবিলায় তার পরীক্ষা হতে চলেছে পশ্চিম এশিয়ার আকাশে। ২১ থেকে ২৩ জানুয়ারি বাহরিনের আকাশে হতে চলেছে চিন ও ভারতের এই মহড়া। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা চিনের জেএফ ১৭ থান্ডারের চেয়ে এগিয়ে রাখছেন ভারতের তেজসকেই। আধুনিক বায়ুসেনায় শুধু বোমাবর্ষণের ক্ষমতা বা গোলাগুলি চালানোর দক্ষতা দিয়ে যুদ্ধবিমানের সক্ষমতা বিচার হয় না। ফাইটার জেট কত বেশিক্ষণ লড়াইয়ে টিকে থাকতে পারে, গতিবেগে কীভাবে প্রতিপক্ষকে টেক্কা দিতে পারে, কত দূর পাড়ি দিয়ে হামলা চালাতে পারে, এই বিষয়গুলি আধুনিক যুদ্ধে খুব গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই সব কটি বিষয়েই তেজস এগিয়ে জেএফ ১৭ থান্ডারের চেয়ে।

.