মোদীর বিদেশ সফরে সঙ্গী কারা? পিএমও-র কাছে রিপোর্ট চাইল তথ্য কমিশন

নীরজ শর্মা জানতে চেয়েছেন বিদেশ সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কোন কোন বিদেশি সংস্থার কর্ণধার ও সিইও-রা তাঁর সঙ্গে ছিলেন। অন্যদিকে, আয়ুব আলি জানতে চেয়েছেন গত চার বছরে প্রধানমন্ত্রীর বাড়ি ও দফতের যাবতীয় খরচের তথ্য।

Updated By: Jan 29, 2018, 10:53 AM IST
মোদীর বিদেশ সফরে সঙ্গী কারা? পিএমও-র কাছে রিপোর্ট চাইল তথ্য কমিশন

নিজস্ব প্রতিবেদন : বিদেশ সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 'অতিথি' হিসেবে কারা কারা বিদেশ যাত্রা করেছেন, তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রধানমন্ত্রীর দফতরকে ৩০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিল তথ্য কমিশন। একইসঙ্গে এই প্রসঙ্গে খারিজ করে দেওয়া হল দেশীয় নিরাপত্তার অজুহাতকেও।

সম্প্রতি নীরজ শর্মা ও আয়ুব আলি নামে দুই ব্যক্তি তথ্য জানার অধিকার আইনে প্রধানমন্ত্রীর দফতরে কাছে এই তালিকা জানতে চান। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের অভ্যন্তরে ও বিদেশে সফরের সময়কার যাবতীয় খরচের হিসেবও জানতে চান তাঁরা।

আরও পড়ুন- অক্সফোর্ড ডিকশনারিতে 'হিন্দি ওয়ার্ড অফ দ্যা ইয়ার' হিসেবে জায়গা করে নিল আধার

নীরজ শর্মা জানতে চেয়েছেন বিদেশ সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কোন কোন বিদেশি সংস্থার কর্ণধার ও সিইও-রা তাঁর সঙ্গে ছিলেন। অন্যদিকে, আয়ুব আলি জানতে চেয়েছেন গত চার বছরে প্রধানমন্ত্রীর বাড়ি ও দফতের যাবতীয় খরচের তথ্য।

অভিযোগ, নীরজ শর্মা ও আয়ুব আলিকে সেই তথ্য দিতে প্রথমে অস্বীকার করে প্রধানমন্ত্রীর দফতর। বলা হয় দেশীয় নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের কোনও তথ্যই বাইরে আনা যাবে না। এরপরই তথ্য কমিশনের দ্বারস্থ হন তাঁরা।

তাঁদের আবেদনের ভিত্তিতে কমিশনের প্রধান আরকে মাথুর প্রধানমন্ত্রীর দফতরকে নির্দেশ দিয়েছেন এক মাসের মধ্যে সব তথ্য সামনে আনতে হবে। তবে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তার দায়িত্বে থাকা কারও নাম সেখানে দেওয়ার প্রয়োজন নেই।

.