পছন্দ না হলে এবার বিদ্যুৎ সরবারহ কোম্পানিও বদল করতে পারবেন গ্রাহকরা!

এরকমই বিল আনছে কেন্দ্র। একথা জানিয়েছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রী আর কে সিং

Updated By: Dec 3, 2017, 11:54 PM IST
পছন্দ না হলে এবার বিদ্যুৎ সরবারহ কোম্পানিও বদল করতে পারবেন গ্রাহকরা!

নিজস্ব প্রতিবেদন: মোবাইলের সিমকার্ড বদলে অন্য কোনও টেলিকম কোম্পনির সার্ভিস নেওয়ার মতো বদল করা ‌যাবে বিদ্যুৎ সরবারহ কোম্পানি। এরকমই বিল আনছে কেন্দ্র। সংবাদ মাধ্যমে একথা জানিয়েছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রী আর কে সিং।

এবার বাজেট অধিবেশনেই এই ধরনের একটি বিল আনছে কেন্দ্র। অর্থাৎ বেশি বিল আসছে বা বিদ্যুৎ বিলে কারচুপি হচ্ছে বুঝলেই গ্রাহকরা বদলে ফেলতে পারবেন বিদ্যুৎ সরবারহ কোম্পানি। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে গ্রাহকদের সামনে একাধিক বিদ্যুৎ সরবারহকারী সংস্থার সঙ্গে বিদ্যুৎ নেওয়ার রাস্তা খোলা রাখা হবে।

বিদ্যুৎ আইনে এই ধরনের সংশোধন আনলে বিদ্যুৎ ব্যবসায় একচেটিয়া কারবার কমবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সংবাদ সংস্থাকে আর কে সিং আরও বলেন, মন্ত্রিসভায় আমরা প্রস্তাব করব ‌যাতে ২০১৯ সাল থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দেওয়া বাধ্যতামূলক করা হয়। খুব বড় কোনও ‌যান্ত্রিক ত্রুটি না থাকলে লোডশেডিং বরদাস্ত করা হবে না। এর জন্য জরিমানারও ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন-মেয়েটি প্রাপ্তবয়স্ক হলে অভিযোগ বিশ্বাস করতাম, মন্তব্য বিড়লা কাণ্ডে অভিযুক্ত অভিষেকের বাবার

.