বাজার খুলতেই সেন্স হারাল সেনসেক্স, দু'বছরে টাকার দর সর্বনিম্ন

বাজার খুলতেই সেন্স হারাল সেনসেক্স। ১০০০ পয়েন্ট পড়ে সেনসেক্স এখনও পর্যন্ত দিনের সর্বনিম্ন ২৬,৩৫৯.৫৩ ছোঁয়। নিফটিও ৮০০০-র চৌকাঠে দাঁড়িয়ে থাকে যা দুই মাসের সর্বনিম্ন।

Updated By: Aug 24, 2015, 12:03 PM IST
 বাজার খুলতেই সেন্স হারাল সেনসেক্স, দু'বছরে টাকার দর সর্বনিম্ন

ওয়েব ডেস্ক: বাজার খুলতেই সেন্স হারাল সেনসেক্স। ১০০০ পয়েন্ট পড়ে সেনসেক্স এখনও পর্যন্ত দিনের সর্বনিম্ন ২৬,৩৫৯.৫৩ ছোঁয়। নিফটিও ৮০০০-র চৌকাঠে দাঁড়িয়ে থাকে যা দুই মাসের সর্বনিম্ন।

চিনের শেয়ার বাজারে মন্দা প্রভাব আছড়ে পড়েছে দালাল স্ট্রিটে। চিনের আর্থিক পরিস্থিতি এতটাই সঙ্কটজনক বিনিয়োগে ভরসা পাচ্ছেনা বিদেশি বিনিয়োগকারীরা। টাকার দাম দু'বছরে সর্বনিম্ন। এই মুহূর্তে ডলার প্রতি টাকার দর ৬৬.৩৯। মার্কিন অশোধিত পেট্রোলিয়াম ব্যারেল প্রতি ৪০ ডলারের নিচে নামল, যা মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

.