৭৬ কোটির কালো টাকা সাদা করার অভিযোগে গ্রেফতার দিল্লির আইনজীবী রোহিত ট্যান্ডন

৭৬ কোটির কালো টাকা সাদা করার অভিযোগে এবার গ্রেফতার দিল্লির আইনজীবী রোহিত ট্যান্ডন। গতকাল তাঁকে গ্রেফতার করে ED। আজ তাঁকে আদালতে পেশ করা হবে। চলতি মাসেই রোহিত ট্যান্ডনের T&T ল' ফার্ম থেকে প্রায় ১৪ কোটি টাকার নতুন নোট বাজেয়াপ্ত করে আয়কর দফতর।

Updated By: Dec 29, 2016, 10:02 AM IST
৭৬ কোটির কালো টাকা সাদা করার অভিযোগে গ্রেফতার দিল্লির আইনজীবী রোহিত ট্যান্ডন

ওয়েব ডেস্ক : ৭৬ কোটির কালো টাকা সাদা করার অভিযোগে এবার গ্রেফতার দিল্লির আইনজীবী রোহিত ট্যান্ডন। গতকাল তাঁকে গ্রেফতার করে ED। আজ তাঁকে আদালতে পেশ করা হবে। চলতি মাসেই রোহিত ট্যান্ডনের T&T ল' ফার্ম থেকে প্রায় ১৪ কোটি টাকার নতুন নোট বাজেয়াপ্ত করে আয়কর দফতর।

চেন্নাইয়ের একটি সংস্থায় উদ্ধার ১৪২ কোটি। যার কোনও হিসেব নেই। এরপরই জে শেখর রেড্ডি নামে একজনকে গ্রেফতার করে CBI। তাকে জেরা করেই উঠে আসে কলকাতার হাওয়ালা অপারেটর পরশমল লোধার নাম। ইতিমধ্যেই লোধার সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন ED-র আধিকারিকরা।

মঙ্গলবার তাঁর বালিগঞ্জের বাড়ি এবং বেহালার অফিস সহ বেশকয়েকটি জায়গায় তল্লাসি চালায় ED-র বিশেষ দল। উদ্ধার হওয়া নথি থেকে মিলেছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। এরপরই ED-র জালে রোহিত ট্যান্ডন।

আরও পড়ুন, গোল্ড লোন সংস্থা থেকে ৪৫ কেজি সোনা নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

মুম্বই বিমানবন্দরে ৬৯ লক্ষ টাকা সহ গ্রেফতার ৪

.