দিল্লিতে গ্রেফতার বব্বর জঙ্গি

বড়দিনের আগে দিল্লিতে নাশকতার পরিকল্পনা করেছিল বব্বর খালসা`র দুই কুখ্যাত জঙ্গি। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে সর্বপ্রীত এবং জশমিন্দর নামে ওই দুই সন্ত্রাসবাদীকে আটক করল দিল্লি পুলিসের স্পেশাল সেল।

Updated By: Dec 23, 2011, 04:49 PM IST

বড়দিনের আগে দিল্লিতে নাশকতার পরিকল্পনা করেছিল বব্বর খালসা`র দুই কুখ্যাত জঙ্গি। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে সর্বপ্রীত এবং জশমিন্দর নামে ওই দুই সন্ত্রাসবাদীকে আটক করল দিল্লি পুলিসের স্পেশাল সেল। দিল্লি পুলিসের ডেপুটি কমিশনার অশোক চাঁদ জানিয়েছেন, প্রথমে সর্বপ্রীতকে উত্তর-পশ্চিম দিল্লির শালিমার বাগ এলাকা থেকে আটক করা হয়। তাকে জেরা করে পঞ্জাবের অনন্তপুর সাহেব এলাকা একটি বাড়ি থেকে জশমিন্দরকে ধরা হয়। এদিন আদালতে তোলার পর ধৃতদের পুলিসি হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিসের অভিযোগ, ধৃত দুই জঙ্গি বব্বর খালসা প্রধান ওয়াধাওয়া সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ। বব্বর খালসার স্থানীয় লিঙ্কম্যান কুলবীর সিং-এর সাহায্যে পঞ্জাব ও হরিয়ানার তিন জন রাজনৈতিক নেতাকে খুন করার পরিকল্পনা ছিল সর্বপ্রীত ও জশমিন্দরের। এখনও কুলবীরকে গ্রেফতার করা যায়নি।

.