পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ASI জয়বীর সিংকে চোদ্দ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লি আদালত

দিল্লিতে রক্ষকই ভক্ষক। বন্দুক ধরে বন্ধুর পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক পুলিস কর্মী। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ধর্ষণের সেই দৃশ্য। ধর্ষণে অভিযুক্ত ASI  জয়বীর সিংকে কোনও বিভাগীয় তদন্ত ছাড়াই তড়িঘড়ি বরখাস্ত করেছে দিল্লি পুলিস। জয়বীর সিংকে চোদ্দ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Updated By: Jul 12, 2015, 06:39 PM IST
পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ASI জয়বীর সিংকে চোদ্দ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লি আদালত

ওয়েব ডেস্ক: দিল্লিতে রক্ষকই ভক্ষক। বন্দুক ধরে বন্ধুর পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক পুলিস কর্মী। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ধর্ষণের সেই দৃশ্য। ধর্ষণে অভিযুক্ত ASI  জয়বীর সিংকে কোনও বিভাগীয় তদন্ত ছাড়াই তড়িঘড়ি বরখাস্ত করেছে দিল্লি পুলিস। জয়বীর সিংকে চোদ্দ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

দিল্লির রানিবাগ থানার এএসআই জয়বীর সিং। বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বন্ধুর বাড়িতে হাজির হয়েছিলেন জয়বীর।
এরপর সেই বাড়িতেই বন্ধুর পরিচারিকাকে বন্দুক দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। শুক্রবার থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। মেডিক্যাল টেস্টে ধর্ষণের প্রমাণও পাওয়া গিয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসার পরই ধর্ষণে অভিযুক্ত এএসআইকে তড়িঘড়ি বরখাস্ত করেছে দিল্লি পুলিস। কোনও বিভাগীয় তদন্ত না করে সংবিধানের তিনশো এগারো ধারা প্রয়োগ করে সরাসরি তাঁকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

নির্ভয়াকাণ্ডে দিল্লিতে নারী সুরক্ষার বেহাল দশা নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। বদল এসেছিল দেশের আইনে।  এবার সেই আইনের রক্ষকই নক্কারজনক নারী নির্যাতনের অভিযোগে কাঠগড়ায় উঠল রাজধানীতে।

.