১ জানুয়ারি ২০১৭ থেকে মোবাইলে প্যানিক বাটন ব্যবহার করা যাবে: দিল্লি পুলিস

Updated By: Oct 28, 2016, 04:07 PM IST
১ জানুয়ারি ২০১৭ থেকে মোবাইলে প্যানিক বাটন ব্যবহার করা যাবে: দিল্লি পুলিস

মোবাইল ফোন যাতে আমাদের নিরাপত্তা দিতে সাহায্য করে, সেই বিষয়ে অনেকদিন ধরেই নানারকম পরিকল্পনা চলছিল। বুধবার তেমনই একটি ঘোষণা করল দিল্লি পুলিস। তাদের পক্ষ থেকে জানা গিয়েছে যে, আগামি বছর অর্থাত্‌ ২০১৭-এর ১ জানুয়ারি থেকে মোবাইলে প্যানিক বাটন ব্যবহার করতে পারবেন। এই প্যানিক বাটন যেকোনও সময়ে আপনাকে যেকোনও বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করবে।

বিচারক বি.ডি আহমেদের ডিভিশন বেঞ্চ এবং বিচারক আশুতোষ কুমারকে দিল্লি পুলিসের পক্ষ থেকে জানান হয় যে, ১০০, ১০১, ১০২ এবং ১০৮, সমস্ত এমার্জেন্সি নম্বরকে একটি এমার্জেন্সি নম্বরের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। এমার্জেন্সি নম্বর হিসেবে ১০০ এবং ১১২ নম্বর দুটিতে বাস্তবায়ন করা হবে ভবিষ্যতে।

.